প্রতিষ্ঠাতাদের কথা

সববাংলায় ডট কম এর আজ পরিচিতি মূলত বাংলাভাষায় নির্ভরযোগ্য তথ্যভান্ডার হিসেবে। কিন্তু প্রথমেই এই জায়গায় আসেনি। ২০১৫ সাল নাগাদ অয়ন মৈত্রের মাথায় আসে বাংলাভাষায় তথ্য প্রচারের কথা। রুবাই শুভজিত ঘোষ এর সাহায্যে অয়ন মৈত্র চালু করে একটি ফেসবুক পেজ – যা জানব সব বাংলায়। পরবর্তীকালে রুবাই শুভজিত ঘোষ নিজস্ব একটি প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন এবং একটি দল গঠন করে তৈরি করেন সববাংলায় ডট কম ওয়েবসাইট। ২০১৭ সালের এপ্রিলে সাইটটি চালু হয় কিন্তু সেখানে ছিল না আজকের মত নির্দিষ্ট দিশা ও রূপ। ঠিক তখনই সম্বিত শুক্লা যোগ দেয় এবং নির্দিষ্ট অভিমুখে এগিয়ে নিয়ে চলে প্রতিষ্ঠা করে সববাংলায় ব্র্যান্ড – যা বাংলা ভাষায় একমাত্র নির্ভরযোগ্য তথ্যভান্ডার।


অয়ন মৈত্রঃ অয়ন মৈত্রের জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়ায়। পেশায় একটি সরকারী উচ্চ বিদ্যালয়ে ইংরেজি ভাষার শিক্ষক। নেশা বলতে বিভিন্ন বিষয়ে অবাধ জ্ঞানচর্চা, সাথে ফটোগ্রাফি এবং সাহিত্য চর্চা। বাংলা সাহিত্য জগতের বেশ কিছু প্রথমসারির পত্রিকায় তাঁর কবিতা ও প্রবন্ধ ছাপা হয়েছে। ২০১৫ সালে তাঁর হাত ধরেই সববাংলায় এর সূচনা হয় যা জানব সব বাংলায় নামক একটি ফেসবুক পেজের মাধ্যমে। সববাংলায় প্রতিষ্ঠানে বর্তমানে তিনি বিভাগীয় সম্পাদক হিসেবে কাজ করছেন। তাঁর মতে – আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন তা হল কোনও বিষয়ে উপযুক্ত জ্ঞান থাকা। এবং অবশ্যই তা নিজের মাতৃভাষায়। কিন্তু জ্ঞানের প্রতি পিপাসা যেন কমে যাচ্ছে মানুষের। এই অভ্যাস অত্যন্ত বিপদজনক। এই বদভ্যাস কে পাল্টানোর জন্য, বাংলা ভাষায় মানুষের মনে জ্ঞানের প্রতি একটু হলেও পিপাসা বাড়ানোর জন্য আমাদের এই প্রচেষ্টার নাম সববাংলায়



রুবাই শুভজিৎ ঘোষঃ রুবাই শুভজিৎ ঘোষের জন্ম পশ্চিমবঙ্গের হাওড়া জেলায়। ইনফরমেশন টেকনোলজিতে বি টেক পাশ করেছেন। পেশাগতভাবে এগারো বছরেরও বেশি সময় ধরে একটি বহুজাতিক সংস্থার তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন। সববাংলায় প্রতিষ্ঠানে বর্তমানে তিনি মিডিয়া, সংযোগ এবং মানবসম্পদ প্রধান রূপে কাজ করছেন। ২০২০ সালের শেষ কয়েক মাস লেখালিখি ওয়েবসাইটে সম্পাদনার কাজ করেছেন। এর পাশাপাশি তিনি একজন লেখক। দীর্ঘ ২০ বছরের বেশি সময়কাল ধরে তিনি লেখালিখি করছেন। কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, চিত্রনাট্য সবকিছুই লিখতেই ভালবাসেন। লিটল ম্যাগাজিন থেকে শুরু করে বাণিজ্যিক বিভিন্ন ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন। ধর্ম এবং বিজ্ঞান তাঁর প্রিয় বিষয়। ভ্রমণ তাঁর অন্যতম শখ। সময় পেলেই তিনি ঘুরতে পেরিয়ে পড়েন। লেখালিখি ছাড়া তথ্যচিত্র, শর্ট ফিল্ম বা অন্যান্য বিভিন্ন ধরনের ভিডিও পরিচালনা করে থাকেন। তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনা করে থাকেন। অন্যান্য শখের মধ্যে রয়েছে বই পড়া, স্কেচ, ফটোগ্রাফি, ছবি ডিজাইন করা, সিনেমা দেখা এবং সময় পেলেই দাবা খেলা। তাঁর মতে – এটা মানতেই হবে আজকের পাঠকেরা খুব বেশি মাত্রায়  ইন্টারনেটের ওপর নির্ভরশীল। আর যুগের সাথে পাল্লা দিয়েই বাংলাভাষাকেও বইয়ের পাশাপাশি জায়গা করতে হবে ইন্টারনেটে । যে কোন তথ্য  বাংলায় খুঁজলে  যদি পাওয়া না যায়, পাঠক তো অন্য ভাষাতে তা খুঁজতে যাবেই। তাই ইন্টারনেটে বাঙালির দরকার নিজস্ব তথ্যভাণ্ডারের । এইরকম  এক তথ্যভাণ্ডারের নামই সববাংলায়



সম্বিত শুক্লাঃ সম্বিত শুক্লার জন্ম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মানকরে। ন্যাশানাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। পেশাগতভাবে পনেরো বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন বহুজাতিক সংস্থায় তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন। তিনি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা করেছিলেন এবং একটি লিটল ম্যাগাজিনের প্রকাশনা ও সম্পাদনার সঙ্গে পাঁচ বছরেরও বেশি সময় ধরে যুক্ত ছিলেন। সববাংলায় প্রতিষ্ঠানে বর্তমানে তিনি প্রধান কার্য নির্বাহক হিসেবে কাজ করছেন, পাশাপাশি প্রযুক্তি বিভাগের প্রধান এবং বিজ্ঞান ও খেলার সম্পাদনার দায়িত্বও পালন করছেন। এ ছাড়াও ২০২১ সাল থেকে লেখালিখি সাইটের সম্পাদনার দায়িত্বও পালন করছেন। পেশাগত দায়িত্ব ও সববাংলায় এর কাজের পাশাপাশি সময় পেলে তিনি লেখালিখি ও পড়াশোনা করতে পছন্দ করেন। এছাড়াও শখের মধ্যে আছে বাগান করা, ছবি তোলা, তাস-দাবা ইত্যাদি খেলা, বিভিন্ন খেলা দেখা আর অবশ্যই বিভিন্ন ধরণের তথ্য জানার জন্য ইন্টারনেট সার্ফ করা। তিনি মনে করেন – বাঙালি আজ বাংলায় লিখতে, পড়তে, এমনকি কথা বলতেও ভুলে যাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই এটা নিয়ে গর্বিত। কারণ তারা বাংলা না জেনে জানে কিছু আন্তর্জাতিক ভাষা। কিন্তু নিজের মাতৃভাষায় না পড়তে পারা, না লিখতে পারা বা না কথা বলতে পারাটা গর্বের নয় অত্যন্ত লজ্জার। আর সেই লজ্জা কিছুটা মেটাতেই আমাদের এই প্রয়াস, যার নাম সববাংলায়


আপনার মতামত জানান