ফিফা বিশ্বকাপ ১৯৯০ ছিল ফিফা বিশ্বকাপের চতুর্দশ আসর। এই বিশ্বকাপের আসর ৮ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত ইতালি- তে অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৪টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে তৃতীয়বারের জন্য বিজয়ী হয় পশ্চিম জার্মানি।
১৯৯০ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। এই বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখনো অবধি একমাত্র বিশ্বকাপ যেখানে সব থেকে কম গোল হয়েছিল। এছাড়াও এযাবৎ একমাত্র বিশ্বকাপ এটি যেখানে সমগ্র টুর্নামেন্টে মোট ১৬টি লাল কার্ড দেখানো হয়। এমনকি এই বিশ্বকাপেই প্রথম টুর্নামেন্ট ফাইনালে কোন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এই বিশ্বকাপ ছিল দূর সম্প্রচারের ইতিহাসে সমগ্র বিশ্বের নিরিখে সব থেকে বেশি মানুষের দেখা কোন অনুষ্ঠান। এটিই ছিল প্রথম বিশ্বকাপ যেটি হাই ডেফিনিশন ছবির মান সহ সম্প্রচারিত হয়।
এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল ইতালির পতাকার রঙে সজ্জিত একটি লাঠি। ম্যাসকটটির নাম ছিল ’সিয়াও’ যা ইতালীয় ভাষায় ‘অভ্যর্থনা’ বোঝায়। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – এট্রাস্কো ইউনিকো। এই বিশ্বকাপের ৫২টি ম্যাচে মোট ১১২টি গোল হয়।
২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – ইতালি,চেকোস্লোভাকিয়া,অস্ট্রিয়া, আমেরিকা। দ্বিতীয় গ্রুপে ছিল, ক্যামেরুন, রোমানিয়া,আর্জেন্টিনা,সোভিয়েত ইউনিয়ন। তৃতীয় গ্ৰুপে ছিল – ব্রাজিল, কোস্টারিকা, স্কটল্যান্ড সুইডেন। চতুর্থ গ্ৰুপে ছিল -ইউগোস্লাভিয়া, পশ্চিম জার্মানি, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরশাহী। পঞ্চম গ্ৰুপে ছিল – স্পেন, বেলজিয়াম, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া। ষষ্ঠ গ্ৰুপে ছিল -ইংল্যান্ড, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র, নেদারল্যান্ড, মিশর।
ফিফা বিশ্বকাপ ১৯৯০ এর ফাইনালে আর্জেন্টিনাকে ১ – ০ গোলে হারিয়ে বিজয়ী হয় পশ্চিম জার্মানি। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে ইতালি ও ইংল্যান্ড অর্জন করে।
ইতালির রাজধানী রোমে অবস্থিত স্টাডিও অলিম্পিকো তে ফাইনাল ম্যাচটি খেলা হয়। পশ্চিম জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন ব্রেহমে।
ইতালির সালভাতোরে স্কিলাচি ৬টি গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন।