আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস

২৮ অক্টোবর ।। আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশে কিছু দিবস পালিত হয়। ওই নির্দিষ্ট দিনে অতীতের  কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়। পালনীয় সেই সমস্ত দিবস গুলির মধ্যে একটি হল আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস (International  Animation Day)।

প্রতি বছর বিশ্বজুড়ে ২৮ অক্টোবর আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস পালন করা হয়। বর্তমানে অ্যানিমেশন একটি গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রকম সিনেমায়, ইন্টারনেটে, প্রচারের কাজে, সংবাদমাধ্যমে এবং আরও নানা উদ্দেশ্যে অ্যানিমেশন একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। ছোট থেকে বড় সকলের বিনোদনের জন্যই এখন অ্যানিমেশনের সাহায্য নেওয়া হয়ে থাকে৷ মৌখিক এবং কখনও বা অমৌখিকভাবেও মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে অ্যানিমেশন। কোনো কথা ছাড়াই একটি গল্পকে আকর্ষণীয় করে মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে দিতে পারে। সিনেমা, কার্টুন, বিজ্ঞাপন-সহ আরও বিবিধরকম প্রয়োজনসাধনে কাজে লাগানোয় এটা বুঝতে পারা যায় অ্যানিমেশন শিল্পটি কত শক্তিশালী একটি মাধ্যম এবং এত বহুল ব্যবহারের ফলে ক্রমে এটি আরও উন্নত হচ্ছে। এমন একটি উন্নত শিল্পমাধ্যমকে প্রচারের আলোয় এনে এটির অসামান্য নান্দনিকতা এবং কার্যকারিতাকে সকলের সামনে তুলে ধরবার জন্য, মানুষকে অ্যানিমেশনের প্রতি আরও আকৃষ্ট করে তোলার উদ্দেশ্যে এবং বিশ্বব্যাপী অ্যানিমেশন প্রস্তুতকারীদের একে অপরের সঙ্গে সংযুক্ত করে এই শিল্পকে মানুষের আরও কাছে নিয়ে আসার উদ্দেশ্যে।

শিল্পে অ্যানিমেশনের গুরুত্ব যে কতখানি তা অনুধাবন করে এবং তা জনসাধারণের মধ্যেও ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে ফ্রান্সের ইন্টারন্যাশনাল অ্যানিমেটেড ফিল্ম অ্যাসোসিয়েশন (International Animated Film Association, বা ASIFA) ২০০২ সালে সর্বপ্রথম বিশ্ব অ্যানিমেশন দিবস উদযাপনের ঘোষণা  করে। এই প্রতিষ্ঠানটি ইউনেস্কোর (UNESCO) সদস্য। তারা বিশেষ করে ২৮ অক্টোবরকে বেছে নিয়েছিল কারণ এই তারিখেই ১৮৯২ সালে প্যারিসের গ্রেভিন মিউজিয়ামে (Grevin Museum) চার্লস এমিল রেনাউড (Charles-Émile Reynaud)-এর থিয়েটার অপটিকের (Théâtre Optique) অনুষ্ঠানটি হয়েছিল৷ থিয়েটার অপটিকের সাহায্যেই অ্যানিমেটেড চলমান কিছু ছবির প্রদর্শনী করেছিলেন রেনাউড। প্রায় ৬০০টি আঁকা ছবি নিয়ে এই চলন্ত চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। একেই অ্যানিমেশনের যথার্থ জন্ম বলে ধরা যায়। এই দিনটিকে স্মরণ করার এবং সম্মান জানানোর উদ্দেশ্যেই ২৮ অক্টোবর তারিখটিকে আন্তর্জাতিক অ্যানিমেশন দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

বর্তমানে ৫০টিরও বেশি দেশে প্রায় ১০০০টি ইভেন্ট সহ এই দিনটিকে বিশেষ মর্যাদা সহকারে পালন করা হয়ে থাকে।  ইন্টারন্যাশনাল অ্যানিমেটেড ফিল্ম অ্যাসোসিয়েশন প্রতিবছর এই দিবস উপলক্ষে শিল্পীদের পোস্টার তৈরীর আহ্বান জানায়। এছাড়াও এই দিনটিতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলি অ্যানিমেশনের সাহায্যে তৈরী সিনেমা, টুকরো টুকরো ভিডিও সম্বলিত সিরিজ বা অ্যানিমেটেড স্থিরচিত্রের প্রদর্শনীর আয়োজন করে৷ ওয়ার্কশপ বা কর্মশালার আয়োজন করে মানুষকে শেখানো হয়ে থাকে কীভাবে নিজের ফোন বা কম্পিউটারে সাহায্যে অ্যানিমেশন তৈরী করা যায়, কিমবা সেমিনারের মাধ্যমে বিশ্লেষণ করে বলা হয় অ্যানিমেশন তৈরীর পিছনে কেমন ধরনের বিজ্ঞান, প্রযুক্তির, শিল্পকলার ব্যবহার করা হয়। এমনকি পোস্টার, বুকলেট ইত্যাদি তৈরী করেও অ্যানিমেশন দিবসের প্রচার চালানো হয়। এইধরনের নানাপ্রকার ইভেন্টের আয়োজন করে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অ্যানিমেশনকার্যে আকৃষ্ট করা হয় এবং এটিকে ভবিষ্যতে পেশা হিসেবে গ্রহণের জন্য প্রভূত উৎসাহ দান করা হয় তাদের।

আপনার মতামত জানান