বিখ্যাত পর্যটক আল-বিরুণীর ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থে সিলেট জেলার উল্লেখ পাওয়া যায়। এই জেলার পূর্বনাম ছিল শ্রীহট্ট। হিন্দু পুরাণ অনুযায়ী সতীর কাটা হাত এখানে পড়েছিল, এবং শ্রী হস্ত থেকে ক্রমে হয়েছিল শ্রীহট্ট। কেউ বলেন এক ধনী তাঁর শিলা নামে মেয়ের স্মৃতিতে একটি হাট নির্মাণ করেন, তাই শিলার হাট থেকে হয় সিলেট। এমনই আরও নানা মত এই জেলার নামকরণকে ঘিরে প্রচলিত আছে। বহু ঐতিহাসিক নিদর্শন ছড়িয়ে আছে সিলেট জেলার চতুর্দিকে। সুরমা, কুশিয়ারার মতো গুরুত্বপূর্ণ সব নদী প্রবাহিত হয়েছে এই জেলার মধ্যে দিয়ে। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের এই সমৃদ্ধশালী সিলেট জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে
আরও পড়ুন