বিশ্ব পরিবার দিবস

১ জানুয়ারি ।। বিশ্ব পরিবার দিবস

আমাদের জীবনে পরিবার একটা বিশেষ জায়গা নিয়ে আছে। মানুষ সমাজবদ্ধ জীব আর এর মধ্যে পরিবার অন্যতম প্রধান অংশ। খুব ব্যতিক্রম ছাড়া আমাদের প্রত্যেকেরই পরিবার আছে। সেই পরিবারের জন্য একটি দিন বরাদ্দ করা হয়েছে যা বিশ্ব পরিবার দিবস নামে পরিচিত।

বিশ্ব পরিবার দিবস ১ জানুয়ারি পালন করা হয়। প্রধানত আমেরিকা জুড়েই এই দিনটি পালন হয়। কিন্তু অনেকটাই অনাড়ম্বরে। আমরা অনেকেই জানিনা এমন একটা দিবস আছে যে দিবসের উৎপত্তিই হয় ক্রমশ আলগা হতে থাকা পারিবারিক বাঁধনকে আরও মজবুত করে তোলার লক্ষ্যে। যদিও এই দিবস পালন ঠিক কবে শুরু হয়েছে জানা যায় না, বহু যুগ ধরেই আমেরিকায় নববর্ষের এই দিনে পরিবারের সকলে মিলিত হত। সেইদিনগুলো কেমন স্বপ্নের মত লাগে যখন পরিবার বলতে মা, বাবা, দাদু, ঠাকুমা, কাকা, কাকি, জেঠু, জেঠি মিলে একসাথে থাকতাম। আড়ে বহরে ক্রমশ কমতে থাকা যৌথ পরিবার টুকরো টুকরো হতে হতে এমন এক জায়গায় এসে আজ দাঁড়িয়েছে যেখানে এক ছাদের তলায় কিছু মানুষ থাকে এই পর্যন্ত, তাদের পরিবার বলা যায় কিনা সেটা ভাববার বিষয়।বাবা ছেলে, কিংবা বাবা মেয়ের সারাদিন হয়ত দেখাই হয়না। একটা ছাদের মধ্যেই টুকরো টুকরো অনেক পৃথিবী তৈরী হয়ে গেছে আজ। এই উত্তোরত্তর বাড়তে থাকা দূরত্ব কমাতেই বছরের প্রথম দিনটা স্রেফ পরিবারের জন্য।একান্ত ভাবেই আমাদের পরিবারের জন্য।

5 comments

আপনার মতামত জানান