সববাংলায় সাইটে নিয়মিত প্রবাদ সম্পর্কিত পোস্ট প্রকাশ করা হচ্ছে। এই পোস্টগুলির মূল বিষয় প্রবাদের উৎস সন্ধান করা। অর্থাৎ প্রবাদগুলির পিছনে কী কাহিনী বা ঘটনা ছিল বা থাকতে পারে সেই সম্বন্ধেই আলোচনা করা হয়েছে। পাঠকের সুবিধার জন্য সেই সমস্ত পোস্টগুলির বর্ণানুক্রমিক সূচি এখানে দেওয়া হল। প্রতিটি প্রবাদের উপর ক্লিক করলে প্রবাদটি সম্পর্কে বিশদে জানা যাবে। লিঙ্কটি বুকমার্ক করে রাখতে পারেন কারণ নতুন নতুন প্রবাদ সম্পর্কিত পোস্ট প্রকাশিত হলে তা এই সূচিতে পেয়ে যাবেন।
