আমাদের প্রিয় বাংলা ভাষা একটি অন্যতম উৎকৃষ্ট ভাষা, এর শব্দ ও সাহিত্য ভান্ডার অপরিসীম। যেকোনো উৎকৃষ্ট ভাষার একটি প্রধান সম্পদ হল প্রবাদ, ইংরেজিতে যাকে বলে proverb। বাংলা ভাষায় প্রাচীনকাল থেকেই অনেক প্রবাদ লোকমুখে বা সাহিত্যে প্রচলিত আছে। এই রকমই একটি বহুল প্রচলিত প্রবাদ হল “চোরে চোরে মাসতুতো ভাই”। এই প্রবাদটির অর্থ, একজনের অন্যায় কাজে অন্য আরেকজনের সহযোগিতা করা। অর্থাৎ একজন অসৎ ব্যক্তি ভুল কাজ বা অন্যায় কাজ করছে দেখেও অন্য একজন ব্যক্তির নিজের লাভের আশায় অসৎ ব্যক্তিটিকে সাহায্য করাকেই বলা হয় চোরে চোরে মাসতুতো ভাই। এই প্রবাদটির উৎপত্তি সাধারণত মা ঠাকুমাদের হাত ধরে কিংবা লোকমুখে প্রচার পেয়ে।
সুবল চন্দ্র মিত্র রচিত “সরল বাঙ্গালা অভিধানে” এই প্রবাদটির উৎস প্রসঙ্গে একটি মজার গল্প বর্ণনা করা আছে। একবার কয়েকজন চোর একটি বাড়ির বেশ কিছু বাসনপত্র চুরি করেছিল। মনের সুখে ব্যাগ ভর্তি করে চুরি করতে গিয়ে যথারীতি তাদের দেরি হয়ে গিয়ে ভোরের আলো ফুটে উঠল। আলোর মধ্যে রাস্তা দিয়ে আর কীভাবে চোরাই বাসন নিয়ে যাওয়া যাবে। দলের একটি চোর বুদ্ধি করে অন্য চোরেদের সঙ্গে নিয়ে পাশে ঘোড়ার আস্তাবলে আশ্রয় নিল। আস্তাবলে গিয়ে তাদের মাথায় আরেকটি বুদ্ধি এলো। আস্তাবল থেকে তারা সহিসের খাটিয়া নিয়ে তার উপর চোরাই বাসনপত্র চাপিয়ে একটা চাদর দিয়ে ঢেকে ফেললো। এবং চোরেরা সেই চাদর ঢাকা খাটিয়া কাঁধে করে ‘বলো হরি, হরি বোল’ বলতে বলতে রাস্তায় বেরিয়ে পড়ল। সাধারণ মানুষ এই দৃশ্য দেখে মনে করল শ্মশানে মরা পোড়াতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভাবে রাস্তা দিয়ে যেতে যেতে তাদের এক পাকা চোরের সাথে দেখা হল। পাকা চোর বলে কথা, সে ঠিক লক্ষ্য করল খাটিয়ায় চাদরের ফাঁক দিয়ে বাসনের নল দেখা যাচ্ছে। সেই পাকা চোরটিও ইশারা করে এই চোরগুলোকে বুঝিয়ে দিল, ফাঁক দিয়ে বাসনের নল দেখা যাচ্ছে বলে। পাকা চোরের ইশারা বুঝে এই চোরেরা খাটিয়ায় তাকিয়ে দেখে, সত্যিই বাসনের নল বেরিয়ে আছে। চোরগুলো তাড়াতাড়ি খাটিয়ার চাদরটি ঠিক করে দিল। এবং চোরেদের সর্দার খুশি হয়ে বাসনের ভাগ দেবে বলে পাকা চোরটিকে ইশারায় দলে যোগ দেবার আহ্বান জানালো। পাকা চোরটিও ইশারা বুঝে বাসনের ভাগ পাবে বলে তাদের দলে যোগ দিল। দলে যোগ দেওয়া মানে এই চোরগুলোকে সাহায্য করা। সেও খাটিয়ায় কাঁধ দিল, ও জনসমক্ষে চিৎকার করে বলতে শুরু করল, ‘মেসো কখন মারা গেছে’। মানে দাঁড়াচ্ছে মৃত ব্যক্তির স্ত্রী সম্পর্কে পাকা চোরটির মাসি, অতএব তারা মাসতুতো ভাই। জনসমক্ষে তো আর বলা যায় না আমিও তোমাদের দলের লোক অর্থাৎ তোমাদের মতনই চোর। তাই সে চোরগুলোকে মাসতুতো ভাই পাতিয়ে ফেলল। উল্লেখ্য এখানে দুই দলের লোকেরাই অসৎ কাজে একে অপরের সাথ দিয়েছে। এবং নিজেদের মধ্যে ভাইয়ের সম্পর্ক পাতিয়ে ফেলেছে। আমাদের সমাজেও একইভাবে ভাল অথবা খারাপ কাজে একজনের কাজে অন্য জনকে সাথ দেওয়ার ক্ষেত্রে এই প্রবাদটির প্রয়োগ করা হয়ে থাকে।
উদাহরণ – রাজনৈতিক নেতানেত্রীদের কাকেই বা ভাল বলবেন আর কাকেই বা মন্দ – আসলে সবাই “চোরে চোরে মাসতুতো ভাই“।
তথ্যসূত্র
- প্রবাদের উৎস সন্ধান - সমর পাল, শোভা প্রকাশ / ঢাকা ; ৬৮ পৃঃ