শাঁখের করাত হল এমন একটি করাত যার দুই দিকে ধার আছে। উভয় দিক থেকে বিপদ বা ক্ষতির আশঙ্কা এই প্রবাদের মূল বক্তব্য অর্থাৎ উভয় সঙ্কট বোঝাতে এই বাংলা প্রবাদটি ব্যবহার করা হয়ে থাকে।
শাঁখ হল সমুদ্রজাত শঙ্খ৷ অতীত কাল থেকেই শঙ্খবনিক বা শাঁখারীগণ শাঁখ থেকে তৈরী পন্যের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন। শাঁখ থেকে বিভিন্ন রকম চুড়ি, অলঙ্কার, বালা, বোতাম প্রস্তুত করা হয়৷ আর এই দ্রব্য প্রস্তুত করার জন্য প্রয়োজন হয় বিশেষ রকমের করাত৷ সাধারণ করাত কেবল ফিরে আসার সময় কাটে, কিন্তু শাঁখের করাত যাওয়া আসা দুইবারই কাটে৷ শাঁখের করাত উভয় সঙ্কটের প্রচলিত প্রবাদ হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ যেই দিকেই যাও না কেন বিপদ তোমার হবেই৷ এই প্রবাদের সমার্থক আরেকটি প্রবাদ হল, “জলে কুমীর ডাঙায় বাঘ। ”
এই প্রবাদের ব্যবহার প্রসঙ্গে বৈষ্ণব কবি চন্ডীদাসের একটি পদের কথা বলা যায়, রাধিকার মনের অবস্থা বোঝাতে তিনি বলেছেন, “সুজনের সাথে আনের পিরিতি / কহিতে পরাণ ফাটে।/ শঙ্খ বণিকের করাত যেমন / আসিতে যাইতে কাটে।”
তথ্যসূত্র
- প্রবাদের উৎস সন্ধান - সমর পাল, শোভা প্রকাশ, ঢাকা, পৃষ্ঠা ১৪৮
শাখের করাত দিয়ে বাক্য রচনা