১ জানুয়ারি

আজকের দিনে ।। ১ জানুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায়’র পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১ জানুয়ারি

বিশেষ দিবসঃ

বিশ্ব পরিবার দিবস

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

আজকের দিনে ভারতঃ

১৮৭৫ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী হাসরাত মোহানীর জন্ম হয়।

১৮৭৭ সালের আজকের দিনে ইংল্যান্ডের রাণী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হিসেবে ঘোষিত হন।

১৮৯০ সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থীর জন্ম হয়।

১৮৯২ সালের আজকের দিনে  বাংলা, গুজরাটি ও ইংরেজি ভাষায় দক্ষ লেখক, অনুবাদক ও স্বাধীনতা সংগ্রামী মহাদেব দেশাইয়ের গুজরাটে জন্ম হয়। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর ব্যক্তিগত উপদেষ্টা। ‘বীর বল্লভভাই’, খান আব্দুল গফ্ফর খানের জীবনী ছাড়াও তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটো গল্প এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা গুজরাটি ভাষায় অনুবাদ করেন। গান্ধীজির আত্মজীবনী গুজরাটি থেকে ইংরেজিতে এবং নেহরুর আত্মজীবনী তিনি ইংরেজি থেকে গুজরাটি ভাষায় অনুবাদ করেন।

১৮৯৪ সালের আজকের দিনে বাঙালি পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কলকাতায় জন্মগ্রহণ করেন। কোয়ান্টাম মেকানিক্স-এর গবেষণায় তাঁর অবদান অভূতপূর্ব। বোস-আইনস্টাইন স্ট্যাটিসটিক্স, বোসন কণা, বোস গ্যাস তাঁর গবেষণার সুফল। ১৯৫৪ সালে তিনি পদ্মবিভূষণ পান।

১৮৯৫ সালের আজকের দিনে বিশিষ্ট ভূবিজ্ঞানী সুহৃদ কুমার রায়ের জন্ম হয়।

১৯০৩ সালের আজকের দিনে পল্লীকবি জসীম উদ্‌দীনের জন্ম হয়।

১৯১৪ সালের আজকের দিনে বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণের জন্ম হয়।

১৯৪৫ সালে আজকের দিনে কমলা ভট্টাচার্যের জন্ম হয় যিনি বরাক উপত্যকার ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন।

১৯৫১ সালের আজকের দিনে হিন্দি ও মারাঠি সিনেমার জনপ্রিয় অভিনেতা নানা পাটেকারের মহারাষ্ট্রে জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

২০০২ সালের আজকের দিনে ঢাকা শহরে পলিথিন ব্যাগ বিক্রি নিষিদ্ধ করা হয়।

আজকের দিনে বিশ্বঃ

১৫৩ খ্রিস্টপূর্বাব্দে আজকের দিনে ১ জানুয়ারিকে বছরের প্রথম দিন ঘোষণা করেন রোমান কনসাল।

১০০১ সালের আজকের দিনেস্টিফেন১ হাঙ্গেরির প্রথম সম্রাট হিসেবে অভিষিক্ত হন।

১৬০০ সালের আজকের দিনে ২৫শে মার্চের পরিবর্তে ১ জানুয়ারিতে নববর্ষ পালন করা হয় স্কটল্যান্ডে।

১৭৮৮ সালের আজকের দিনে লন্ডনের সংবাদপত্র ‘দ্য টাইমস’ -এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এই পত্রিকা পূর্বে ‘দ্য ডেলি ইউনিভার্সাল রেজিস্টার’ নামে পরিচিত ছিল।

১৮০৪ সালের আজকের দিনে হাইতিতে ফরাসী শাসনের অবসান ঘটে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পর হাইতি হল উত্তর আমেরিকার দ্বিতীয় স্বাধীন দেশ।

১৮০৮ সালের আজকের দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র দাস আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।

১৮৯৯ সালের আজকের দিনে স্প্যানিশ শাসনের অবসান ঘটে কিউবাতে।

১৯১২ সালের আজকের দিনে চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

১৯৫৬ সালের আজকের দিনে মিশর ও ইউনাইটেড কিংডমের থেকে স্বাধীনতা লাভ করে সুদান।

১৯৭১ সালের আজকের দিনে সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ হয় আমেরিকার টেলিভিশনে।

১৯৯৫ সালের আজকের দিনে ‘দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন’ গঠিত হয়।

১৯৯৫ সালের আজকের দিনে অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়।

১৯৯৯ সালের আজকের দিনে ইউরোপীয় ইউনিয়নের ১১টি রাষ্ট্রে ইউরো প্রচলিত হয়।

২০১৭ সালের আজকের দিনে ইস্তানবুলের একটি নাইটক্লাবে উগ্রপন্থীর আক্রমণে ৩৯ জন নিহত ও ৬০ জন আহত হয়।

আজকের দিনে ।। ২ জানুয়ারি »

8 comments

আপনার মতামত জানান