england-flag

ইংল্যান্ড

england-flag

ইংল্যান্ড (England) বলতে  মনে আসে শেক্সপীয়ারের লেখাগুলো। আসুন সেই ইংল্যান্ডকে আমরা চিনে নিই এক নজরে।

ইউরোপ মহাদেশের একটি অন্যতম দেশ হল ইংল্যান্ড । দেশটি ইউরোপ মূল ভুমি থেকে  ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগর দ্বারা বিচ্ছিন্ন। ইংল্যান্ড যুক্তরাজ্যের প্রধান একটি অঙ্গ।  উত্তরে যুক্তরাজ্যের অন্য একটি দেশ স্কটল্যান্ড, উত্তর পশ্চিমে আইরিশ সাগর, দক্ষিণে ইংলিশ চ্যানেল, দক্ষিণ পশ্চিমে সেল্টিক সাগর, পূর্ব দিকে উত্তর সাগর  এবং পশ্চিমে যুক্তরাজ্যের আরেকটি দেশ ওয়েলস ঘিরে রয়েছে সমগ্র দেশটিকে। 

ইংল্যান্ডের রাজধানী হল লন্ডন। লন্ডন বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। জনসংখ্যার বিচারে ইংল্যান্ড বিশ্বের ৩১তম জনবহুল দেশ

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

ইংল্যান্ডের মুদ্রা হল পাউন্ড।  পাউন্ড সমান আমেরিকান ডলারে প্রায় ১.৩২ ডলার আর ভারতীয় মুদ্রায় ৯০ টাকা জাতীয় ভাষা হল ইংরাজি। এখান থেকেই ইংরাজি ভাষা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশের ৯৮ শতাংশ মানুষ এই ভাষায় কথা বলে।  দেশের প্রায় ৬০ শতাংশ খ্রিষ্টান, ২৫ শতাংশ নাস্তিক, ৪ শতাংশ মুসলিম, অন্যান্য ধর্ম ৩ শতাংশ  ইংল্যান্ডের নিজস্ব সরকার নেই এবং এটি যুক্তরাজ্যের সরকার দ্বারাই পরিচালিত হয়।

ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল।

20 comments

আপনার মতামত জানান