সুইডেন(Sweden) দেশটি সারা পৃথিবীতে পরিচিত আলফ্রেড নোবেল এর দেশ হিসেবে।এই দেশেই নোবেল শান্তি পুরস্কার ছাড়া আর সবক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল প্রদানের একমাত্র মঞ্চ হিসেবে পরিচয়ের বাইরেও সুইডেনকে দেশ হিসেবে আজ আমরা জেনে নেব একটু।
উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভীয় দেশগুলির মধ্যে বৃহত্তম দেশ হল সুইডেন(Sweden)।উত্তর পশ্চিমে নরওয়ে, পূর্বে ফিনল্যান্ড, এবং দক্ষিণ-পশ্চিমে সুইডেন ডেনমার্কের সঙ্গে যুক্ত অরেসুন্দ ব্রিজ- টানেলের মাধ্যমে।
সুইডেনের রাজধানী হল- স্টকহোম। আয়তনের বিচারে সুইডেন বিশ্বের ৫৫ তম দেশ। জনসংখ্যার বিচারে বিশ্বের ৮৮তম জনবহুল দেশ।
সুইডেনের মুদ্রার নাম-সুইডিশ ক্রোনা । ১ ইউরো সমান আমেরিকান ডলারে প্রায় ০.১১ ডলার আর ভারতীয় মুদ্রায় প্রায় ৭.৬৫ টাকা।মুখ্য ভাষা হল – সুইডিশ।সুইডেনের শাসন ব্যবস্থা- একক সংসদীয় সংবিধানীয় রাজতন্ত্র।দেশের প্রধান রাজা। দেশের শাসক প্রধানমন্ত্রী । দেশের ৬১.২ শতাংশ মানুষ খ্রিষ্টান।
সুইডেনের উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের তালিকা অপূর্ণই থেকে যাবে যদি তালিকার শুরুতেই-সুইডেনের প্রাচীন শহরগুলির নাম না থাকে।।এ ছাড়াও বিখ্যাত ভ্রমণ স্থানের মধ্যে পড়ে- হ্যালিংসন গিরিখাত, জুপেস্কার জলপ্রপাত ইত্যাদি ।
সুইডেনের বিখ্যাত খাবার তালিকার মধ্যে পরে- জ্যানসন্স টেম্পটেশনস, সুইডিশ মিটবল ইত্যাদি।
7 comments