কলম্বিয়া (Columbia) দেশটি সারা পৃথিবীতে বিখ্যাত তার জগদ্বিখ্যাত কফি ও পান্নার জন্য।আবার কলম্বিয়াকে সারা বিশ্বের দরবারে যারা পরিচিত করেছেন তাদের মধ্যে পপ গায়িকা শাকিরা, নোবেল জয়ী লেখক গ্যাব্রিয়েল গারসিয়া মারকেজ, স্করপিওন-কিক খ্যাত গোলকিপার রেনে হিগুয়েতা, ঝাঁকরা সোনালি চুলের ফুটবলার ভালদেরামা উল্লেখযোগ্য।এদের বাইরেও দেশ হিসেবে কলম্বিয়াকে আমরা একটু জেনে নেব।
দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ হল কলম্বিয়া(Columbia)।কলম্বিয়ার পূর্বে ভেনেজুয়েলা ও ব্রাজিল, দক্ষিণে ইকুয়েডর ও পেরু, এবং উত্তর-পশ্চিমে পানামা।
কলম্বিয়ার রাজধানী হল- বোগোতা ।আয়তনের বিচারে কলম্বিয়া বিশ্বের ২৫ তম দেশ।জনসংখ্যার বিচারে বিশ্বের ২৯ তম জনবহুল দেশ।
কলম্বিয়ার মুদ্রার নাম-পেসো (COP) । ১ পেসো সমান আমেরিকান ডলারে প্রায় .০০০৩৫ ডলার আর ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ পয়সা।মুখ্য ভাষা হল – স্পেনীয়।কলম্বিয়ার শাসন ব্যবস্থা- একক রাষ্ট্রপতি সংবিধানীয় প্রজাতন্ত্র। দেশের ৯০ শতাংশ মানুষ খ্রিষ্টান।
কলম্বিয়ার উল্লেখযোগ্য ভ্রমণ স্থানের তালিকা অপূর্ণই থেকে যাবে যদি তালিকার শুরুতেই- তায়রোনা ন্যাশনাল পার্ক। বোগোতা এখানকার সবথেকে বিখ্যাত শহর। এ ছাড়াও বিখ্যাত ভ্রমণ স্থানের মধ্যে পড়ে-সোনার জাদুগর, ইত্যাদি ।
কলম্বিয়ার বিখ্যাত কফি ব্র্যান্ড হল- জুয়ান ভালদেজ ।
2 comments