সর্দি হবে আর হ্যাঁচ্চও হবে না এমন টা কি সম্ভব? আলবাত সম্ভব নয়। হাঁচির সঙ্গে আমাদের বাঙালিদের বেশ একটা গভীর সম্পর্ক রয়েছে। কিন্তু একথা কজন জানে আপনার আমার একটা হাঁচিই মাত্র দশ মিনিটের মধ্যে ২০০ জনকে কুপোকাত করে দিতে পারে?
একবার হাঁচবার সাথে সাথে আমাদের হাঁচির মাধ্যমে ফ্লু এর ভাইরাস আমাদের শরীরের মধ্যে থেকে বাতাসে ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়ার গতি এতটাই অবিশ্বাস্য(১০০ মাইল/ঘন্টা) হয় যে মুহূর্তের মধ্যে জামাকাপড়, চেয়ার টেবিল, বাস- ট্রেন থেকে আরম্ভ করে মানুষের শরীরে এই ভাইরাস ঢুকে পড়ে। এই ফ্লু কিন্তু ভীষণই ছোঁয়াচে। গবেষকদের মতে একবার মাত্র হাঁচিতে নাকমুখ থেকে কমপক্ষে অন্তত এক লক্ষ শ্লেষ্মা কণা বের হয়।
হাঁচির মাধ্যমে এই ফ্লুর জীবাণু বের হওয়াকে কোনমতেই রোখা না গেলেও এই জীবাণু সংক্রমণ কিন্তু চাইলেই আটকানো যায়।হাঁচবার সময় তাই আমাদের উচিত নাকে রুমাল চাপা দিয়ে হাঁচা।
এই ধরণের তথ্য লিখে আয় করতে চাইলে…
আপনার নিজের একটি তথ্যমূলক লেখা আপনার নাম ও যোগাযোগ নম্বরসহ আমাদের ইমেল করুন contact@sobbanglay.com এ
তথ্যসূত্র
- কিভাবে; সমীরকুমার ঘোষ; জ্ঞান বিচিত্রা প্রকাশনী; একটা হাঁচি আপনার ক্ষতি করে কিভাবে;পৃষ্ঠাঃ১২২
- https://www.webmd.com/allergies/features/11-surprising-sneezing-facts#1
- https://health.howstuffworks.com/human-body/parts/16-unusual-facts-about-the-human-body9.htm
- https://biology.stackexchange.com/questions/64057/what-is-the-average-speed-of-human-sneeze
- https://www.geisinger.org/health-and-wellness/wellness-articles/2017/09/11/20/51/one-sneeze-spreads-germs-how-far
- https://www.healthforkids.co.uk/staying-healthy/sneezing-coughs-and-colds/
- https://www.sciencealert.com/bacteria-in-your-coughs-and-sneezes-can-stay-alive-in-the-air-for-up-to-45-minutes
- https://www.thesun.co.uk/living/2784458/this-is-how-far-germs-from-a-cough-or-sneeze-can-travel-and-its-utterly-gross/
