ফিলিগ্রি হল গহনা বা জুয়েলারীতে ব্যবহৃত একটি সূক্ষ্ম কাজ বা শিল্প। প্রধানত সোনা বা রূপার জিনিসের ওপরই এই কাজ বেশি করা হয়। সাধারণত ফিলিগ্রি বলতে সোনা বা রূপোর সূক্ষ্ম কাজ যা দেখতে জালের মত, তাকে বোঝায়। এই শিল্প ৫০০ বছরেরও বেশি পুরনো। ভারতের ফিলিগ্রি শিল্পের মধ্যে উড়িষ্যার রূপোর ফিলিগ্রি এবং তেলেঙ্গানার করিমনগরের রূপোর ফিলিগ্রি খুব বিখ্যাত।
ওড়িয়া ভাষায় ফিলিগ্রির এই কাজকে বলে তারকশি। উড়িষ্যার রূপোর ফিলিগ্রি শিল্পে প্রধানত কটক জেলার শিল্পীরাই বেশি করে আছে। তারা বেশিরভাগই বংশপরম্পরায় এই কাজ করে আসছে। তাই অন্য জায়গাতে ফিলিগ্রির কারিগর পাওয়া খুব কষ্টকর। এই কাজটাও বেশ কষ্টকর এবং এর জন্য প্রয়োজন অনেক ধৈর্য আর অধ্যবসায়। চুলের মত সূক্ষ্ম সূক্ষ্ম রূপোর তার জুড়ে জুড়ে জালির মত বানিয়ে যে নিপুণভাবে তারা রূপোর ফিলিগ্রি গয়নাগুলো বানিয়ে থাকে, সেগুলো দেখবার মত। এই গয়নার খ্যাতি ভারত তথা পৃথিবীজোড়া। গয়নার মধ্যে প্রধানত কানের দুল বা গলার লকেট সবচেয়ে বেশি জনপ্রিয়। তাছাড়াও মোটা জালির মত গলার হার, নাকছাবি, হেয়ারপিন, শাড়ির পিন এই সমস্ত কাজও পাশাপাশি ভালোই জনপ্রিয়।
শুধুমাত্র গয়নাই নয়, ফিলিগ্রির কাজ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও লক্ষণীয়। পুরীতে ঘুরতে গেলে ট্যুরিস্টদের কাছে কাকাতুয়ার খাজার পাশাপাশি ওড়িস্যার রূপোর ফিলিগ্রিও বেশ জনপ্রিয়। আবার শুধু গয়নাও নয়, তার পাশাপাশি অন্যান্য বিভিন্ন জিনিসে যেমন সিঁদুরদানি, হাতের ব্যান্ড বা গিফট হিসাবে বিভিন্ন মেমেন্টো ফিলিগ্রির মাধ্যমে তৈরি করা হয়।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/Tarakasi
- https://www.culturalindia.net/jewellery/types/filigree-jewelry
- http://www.allsubjectjournal.com/download/898/89.pdf
- http://utkalika.co/filigree.php
- http://gaatha.com/webs-of-silver-strands/
- https://www.covetlo.com/
- http://craftisan.in/streaks-of-silver
- https://visitodisha.org/Art-Craft
- http://www.indiantravelportal.com/orissa/arts-crafts/silver-filigree.html
- https://odishasuntimes.com/filigree-skilling-centre-comes-up-in-odisha/
- http://odisha.gov.in/content/odisha-tourism/handicrafts
- https://www.indianetzone.com/56/silver_filigree_orissa.htm
- https://cuttack.nic.in/handicraft-2/
- http://www.natgeotraveller.in/
- http://tripsaround.in/
- https://www.tourmyindia.com/
- https://www.odikala.com/
- http://www.orissalinks.com/orissagrowth/archives/1706
- http://odishatourism.gov.in/?q=node/27
- https://updateodisha.com/
- https://theculturetrip.com/asia/india/articles/why-a-trip-to-odishas-artisan-villages-is-a-must/
- https://www.ommcomnews.com/
- https://odialive.com/
- http://www.orissapost.com/
- http://www.orissapost.com/dying-craftsmanship-of-the-silver-city/
- https://www.business-standard.com/
- http://www.dsource.in/gallery/silver-filigree-work
- https://www.revolvy.com/page/Tarakasi
great info thanks for sharing this post