দাঁতের দুনিয়ায় তৃতীয় যে শ্বদন্ত, অর্থাৎ দাঁতের ডাক্তারবাবুরা যাকে থার্ড মোলার বলে সেই দাঁতটিকে বাংলায় আক্কেল দাঁত বা ইংরেজিতে wisdom teeth বলে। এই আক্কেল দাঁত দুটি দাঁতের মাঝখানে জোর করে ঠেলে বেরোয়।এখন প্রশ্ন যেটা সেটা কেন বেরোয়?
নৃতত্ত্ববিদদের মতে আদিম মানুষের চোয়াল আজকের মানুষের থেকে বেশ চওড়া ছিল কারণ তাকে শক্ত খাবার কামড়ে ভেঙে খেতে হত।এই সময়ে মানুষ তখনও চাষ আবাদ করে নরম ফসল ফলাতে শেখেনি।ফলে এই শক্ত খাবার ভাঙবার জন্য তার চোয়ালে শক্তির দরকার হত আর এই শক্তি যোগাতেই আরো একটি শ্বদন্তের আবির্ভাব।পরবর্তীকালে মানুষ চাষ আবাদ শিখে নরম ফসল ফলাতে শিখল। শিখল তারপর তা রান্না করে খেতে। ফলে শক্ত খাবার খাওয়ার প্রয়োজনীয়তা মিটল সাথে চোয়ালও ছোট হয়ে আজকের অবস্থায় এল। চোয়াল ছোট হয়ে যাওয়ার ফলে ওই অতিরিক্ত দাঁতটির জন্য বরাদ্দ জায়গাও কমে এল। কিন্তু দাঁত বেরোনোর অভ্যেসটা এখনো রয়েই গেল।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- অল্প অল্প বিজ্ঞানঃ ডঃ রমেন মজুমদার- বেস্ট বুকস্ঃ পৃঃ১১৪
- https://en.wikipedia.org/wiki/Wisdom_tooth
- https://scienceline.org/2007/02/ask-cooper-wisdomteeth/
- https://www.healthline.com/health/why-do-we-have-wisdom-teeth


আপনার মতামত জানান