অর্থ- অপ্রতিরোধ্য ধবংসাত্মক শক্তি
উৎসঃ সংস্কৃত শব্দ ‘জগন্নাথ’ থেকে এই ইংরেজি শব্দটির উৎপত্তি।
The Travels of John Madeville নামক গ্রন্থে সর্বপ্রথম পুরীর রথযাত্রার উল্লেখ পাওয়া যায় এবং কিভাবে হাজার হাজার ভক্ত রথের চাকার তলায় নিজেদের উৎসর্গ করে দিত তারও বর্ণনা পাওয়া যায় এই বইটিতে।আবার কারওমতে রথযাত্রার সময়ে যে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয় তাতে ভিড়ের চাপে বহু মানুষ মারা যান। মনে করা হয় রথযাত্রার সাথে বহু মানুষের মৃত্যুর এই অবিচ্ছেদ্য সম্বন্ধই হয়ত এই ইংরেজি শব্দটির
সৃষ্টির প্রধান কারণ। –
One comment