ফিফা বিশ্বকাপ ২০১৪

ফিফা বিশ্বকাপ ২০১৪

ফিফা বিশ্বকাপ ২০১৪ ছিল ফিফা বিশ্বকাপের কুড়িতম আসর। এই বিশ্বকাপের আসর ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ব্রাজিলে অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩২টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি। 

২০১৪ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য  হয়ে আছে। পূর্ব ও পশ্চিম জার্মানির সংযুক্তিকরণের পর এটিই ছিল সংযুক্ত জার্মানির প্রথম বিশ্বকাপ জয়।  এই বিশ্বকাপেই প্রথম ফিফা গোল সংক্রান্ত বিতর্ক এড়ানোর জন্য গোল লাইন টেকনোলজির প্রবর্তন করে।  সেই সঙ্গে ফ্রি কিক নেওয়ার স্থান নির্দিষ্টকরণের জন্য ভ্যানিশিং স্প্রে’র ব্যবহারও এই বিশ্বকাপ থেকেই প্রথম শুরু হয়।  এই বিশ্বকাপ থেকেই প্রথম সমস্ত ফুটবলারদের বায়োলজিক্যাল পাসপোর্ট অর্থাৎ রক্ত এবং মূত্রের নমুনা যুক্ত পরিচয় পত্রের প্রবর্তন করা হয়।  কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে সাত গোলে ব্রাজিলের পরাজয় এই বিশ্বকাপের সর্বাধিক আলোচিত অধ্যায় হয়ে রয়ে গেছে ইতিহাসে।  

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল মানুষরূপী একটি ব্রাজিলিয়ান আর্মাডিলো । ম্যাসকটটির নাম – ‘ফুলেকো’। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – ‘ব্রাজুকা’। এই বিশ্বকাপের একটি অফিসিয়াল থিম গান ছিল ‘উই আর ওয়ান’ যে গানটি গেয়েছিলেন পিটবুল, জেনিফার লোপেজ এবং ক্লডিয়া লেইট।  এই বিশ্বকাপের ৬৪টি ম্যাচে মোট ১৭১টি গোল হয়। 

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – ব্রাজিল, ক্রোয়েশিয়া, ক্যামেরুন, মেক্সিকো।  দ্বিতীয় গ্রুপে ছিল –   নেদারল্যান্ড, চিলি, স্পেন, অস্ট্রেলিয়া। তৃতীয় গ্ৰুপে ছিল – গ্রিস, কলম্বিয়া, আইভরি কোস্ট, জাপান। চতুর্থ গ্ৰুপে ছিল – উরুগুয়ে, কোস্টারিকা, ইতালি, ইংল্যান্ড। পঞ্চম গ্ৰুপে ছিল -ফ্রান্স, সুইজারল্যান্ড, ইকুয়েডর, হণ্ডুরাস। ষষ্ঠ গ্ৰুপে ছিল – আর্জেন্টিনা, নাইজেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান। সপ্তম গ্ৰুপে ছিল – জার্মানি, আমেরিকা, পর্তুগাল, ঘানা। অষ্টম গ্ৰুপ ছিল – বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া।  

ফিফা বিশ্বকাপ ২০১৪ এর ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় জার্মানি। এটি ছিল জার্মানির চতুর্থ বিশ্বকাপ জয়। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে নেদারল্যান্ড ও ব্রাজিল অর্জন করে।

ব্রাজিলের রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়। জার্মানির হয়ে একটি মাত্র গোল করেন গোটজে।  

কলম্বিয়ার ফুটবলার জেমস রড্রিগেজ ৬টি গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। 

« ফিফা বিশ্বকাপ ১৯৯৮

আপনার মতামত জানান