লাল রঙ দেখলেই বিপদ।বা সিগন্যালে লাল আলো জ্বলছে দেখলে দাঁড়াতে হয়।কখনো ভেবে দেখেছেন, বিপদ সংকেতে লাল রঙ ব্যবহার করা হয় কেন? আসুন, জেনে নেওয়া যাক, লাল রঙ ব্যবহারের বৈজ্ঞানিক ব্যখ্যা।
আলোক বিচ্ছুরণের বিশদ ব্যাখ্যা আগেও এখানে করেছি। একটি আলোক তরঙ্গের বিচ্ছুরণের পরিমাণ হয় সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাত এর ব্যাস্তনুপাতিক। অর্থাৎ, অঙ্কের ভাষায়,
I α 1/λ4 (I = বিচ্ছুরণের পরিমাণ, λ = তরঙ্গদৈর্ঘ্য )
দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব চেয়ে বেশি তাই লাল রঙের আলো (বা লাল রঙ) বায়ুমন্ডলের অণু-পরমাণু দ্বারা বিক্ষিপ্ত হয় সবচেয়ে কম এবং অন্যান্য রং এর তুলনায় সবচেয়ে দূর থেকে শনাক্ত করা যায়। তাই কুয়াশা, বৃষ্টি কিংবা ধোঁয়ার মধ্য দিয়েও এটি পর্যবেক্ষণ করা সহজ হয়। এই কারণে ট্রাফিক সিগন্যাল বা বিপদ সংকেতে লাল রঙ ব্যবহার করা হয়।
