বৃষ্টি হলে মাটি থেকে সোঁদা গন্ধ বের হয়, বিশেষ করে অনেকদিন বৃষ্টি না হওয়ার পর যখন বৃষ্টি আসে তখন মাটি একটু ভিজলেই এক ধরণের সোঁদা গন্ধে ভরে যায়। অনেকেরই এই গন্ধ খুব প্রিয়, কিন্তু তার মধ্যে অনেকেই জানেন না বৃষ্টি হলে মাটি থেকে সোঁদা গন্ধ বের হয় কেন। আজ আমরা তারই বৈজ্ঞানিক ব্যাখ্যা জেনে নেব।
বৃষ্টি হলে মাটি থেকে যে সোঁদা একধরনের গন্ধ বেরোয়, একে পেট্রিকর (petrichor) বলে। ১৯৬৪ সালে ইসাবেল জয় বিয়ার ও রডরিক জি টমাস এই শব্দটি প্রথম ব্যবহার করেন। পেট্রিকর (petrichor) একটি গ্রিক শব্দ। Petra মানে পাথর আর Ichor মানে গ্রিক পুরাণ অনুসারে গ্রিক দেবতাদের শরীরে যে তরল প্রবাহিত হয়।
গ্রীষ্ম কালে, বিশেষত যে সব দিনে তাপমাত্রা অত্যন্ত বেশী থাকে, আবহাওয়া শুষ্ক থাকে, সেইসব দিনে কোন নির্দিষ্ট অঞ্চলের কিছু উদ্ভিদের শরীরে বৃষ্টির জল পড়া মাত্রই সেই সকল উদ্ভিদরা একধরনের উদ্বায়ী তেল নিজেদের শরীর থেকে বের করে বাতাসে মিশিয়ে দেয়।
এর সাথে সাথে প্রকৃতিতে আরো একটি ঘটনাও সমান ভাবে চলতে থাকে। বৃষ্টির জলে সারাদিনের তপ্ত শুষ্ক মাটি, ভেজা মাত্রই মাটিতে বসবাসকারী একধরনের ব্যাকটেরিয়া, ‘আ্যকটিনোমাইসেটিস’, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একধরণের রাসায়নিক বাতাসে ছড়িয়ে দেয়, যাদের ‘জিওসমিন’ বলে।
এই জিওসমিন ও উদ্ভিদের শরীর থেকে বের হওয়া তেল, দুইয়ে মিলে এক অদ্ভুত সুন্দর গন্ধ তৈরী করে, যা বৃষ্টি নামা মাত্র আমরা অনুভব করতে পারি।। একেই পেট্রিকর বলে।
তথ্যসূত্র
- https://www.google.co.in/amp/s/amp.livescience.com/37648-good-smells-rain-petrichor.html
- https://www.metoffice.gov.uk/learning/rain/petrichor
- Bear, Isabel Joy; Thomas, Richard G. (March 1964). "Nature of argillaceous odour". Nature. 201 (4923): 993 - 995. Bibcode:1964Natur.201..993B. doi:10.1038/201993a0.
- Bear, Isabel Joy; Thomas, Richard G. (September 1965). "Petrichor and plant growth". Nature. 207 (5005): 1415 - 1416. Bibcode:1965Natur.207.1415B. doi:10.1038/2071415a0.
- http://m.huffingtonpost.in/entry/why-smell-rain-high-speed-video_n_6479666
- http://m.huffingtonpost.in/entry/rain-smells-approaching-storm_n_1686589
