বিজ্ঞান ও প্রযুক্তির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দান হল রোবট। যাকে যন্ত্রচালিত মানব বললে ভুল হবে না। যন্ত্রকে আমরা কীভাবে কাজে লাগিয়ে কঠিন ও সময়সাপেক্ষ কাজকে সহজ করে ফেলেছি তা সত্যিই বিস্ময়কর ঘটনা৷ কিন্তু আরও বিস্ময় তখনই জাগে যখন জানতে পারা যায় সুদূর অতীতে পঞ্চদশ শতাব্দীতেও রোবট তৈরির নিখুঁত পরিকল্পনা করা হয়েছিল এবং তা সার্থকতাও পেয়েছিল। ১৯৫০-এর দশকে বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা একটি রোবট তৈরির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা ও চিত্রসহ একটি ডায়রি যখন আবিষ্কৃত হয় তখন চতুর্দিকে আলোড়ন পড়ে গিয়েছিল৷ ভিঞ্চির দেখানো পন্থা অনুসারে সেই রোবট নির্মাণ করে দেখা গিয়েছে সেটি সম্পূর্ণভাবেই কার্যকরী। দ্য ভিঞ্চির সেই রোবটটি মধ্যযুগীয় নাইটদের অনুকরণে লোহার বর্মে আবৃত ছিল।
১৯৫৭ সালে ইতিহাসবিদ কার্লো পেড্রেটি ভিঞ্চির যান্ত্রিক রোবটের নকশা সমন্বিত ডায়রি কোডেক্স আটল্যান্টিকাস আবিষ্কার করেছিলেন। খুব সম্ভবত ১৪৯৫ সালের দিকে ভিঞ্চি এই রোবটটি তৈরী করেছিলেন। মনে করা হয় যে ১৪৯৫ সালের শেষের দিকে হয়তো রোবটের নকশা থেকে একটি কার্যকরী মডেল নির্মাণ করেছিলেন তিনি৷ যদিও ডায়রির রেকর্ডগুলি থেকে স্পষ্ট করে বোঝা যায় না, তবুও মনে করা হয় যে, ইতালির মিলানে তাঁর অন্যতম পৃষ্ঠপোষক লুডোভিকো স্ফোরজা আয়োজিত এক উৎসবে ভিঞ্চির সেই রোবটটি প্রদর্শিত হয়েছিল।
লিওনার্দোর এই রোবটটিতে বেশ কয়েকটি গিয়ার ও কপিকল ছিল রোবটটি চালনা করার জন্য এবং এর নকশা অনুসারে এই রোবটটির হাত, পা ও চোয়াল নড়াচড়া করতে সক্ষম ছিল। এছাড়াও এই যন্ত্রমানব বসতে এবং দাঁড়াতেও সক্ষম ছিল বলে মনে করা হয়। মাইকেল মোরান তাঁর ‘দি দ্য ভিঞ্চি রোবট’ নিবন্ধে জানিয়েছেন রোবটটি পরিচালনা করার জন্য চার ধরণের প্রযুক্তি সমন্বিত একটি ব্যবস্থা ছিল যার সাহায্যে রোবটটি হাত, কব্জি, কনুই এবং কাঁধ নাড়াতে পারত। লিওনার্দো এই যান্ত্রিক ব্যবস্থাটি রোবটটির বুকে লাগিয়েছিলেন। এটি ছাড়াও তিনটি প্রযুক্তি সমন্বিত আরো একটি যান্ত্রিক ব্যবস্থা ছিল যার সাহায্যে রোবটটি গোড়ালি, হাঁটু এবং নিতম্ব নাড়াতে পারত।
এই রোবট নির্মাণের পিছনে যে ভিঞ্চির অনুপুঙ্খ শারীরবৃত্তীয় গবেষণা ছিল তা বোঝা যায়। মানুষের শারীরবৃত্তীয় পরিকাঠামো বুঝতে তিনি শব ব্যবচ্ছেদ করে মানব দেহের অভ্যন্তরের বিস্তারিত চিত্র অঙ্কন করেছেন। ফলস্বরূপ, মানবদেহ সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয়েছিল তাঁর। তিনি বুঝতে পেরেছিলেন যে পেশীগুলিই হাড় এবং হাড়ের সন্ধিস্থলগুলিকে নড়াচড়া করতে সক্ষম করে। এমনকি তাঁর আঁকা ‘ভিট্রুভিয়ান ম্যান’-এর মতো রচনাও এই রোবট নির্মাণের নেপথ্যে একরকম ভূমিকা রেখেছিল বলে ঐতিহাসিকেরা মনে করে থাকেন।
১৯৯৬ সালে, মার্ক রোশেইম নামে একজন গবেষক তথা রোবোটিক্স বিশেষজ্ঞ ভিঞ্চি বর্ণিত এই রোবটটির একটি আধুনিক প্রতিরূপ তৈরি করেন ভিঞ্চির নকশার ওপর ভিত্তি করে। বাস্তবে সত্যি সত্যিই দেখা গেছে ডায়রিতে বর্ণিত ক্ষমতাগুলি তো রোবটটির ছিলই, এছাড়াও সেটির ছিল একটি কার্যকরী চোয়াল। তাছাড়াও রোবটটি ঘাড় নাড়াচাড়া করতে পারত এমনকি নিজের শিরোস্ত্রাণের মুখোশটি তুলতেও সক্ষম ছিল৷ ২০০৭ সালে, গবেষক মারিও তাদেই এই রোবটটির একটি দ্বিতীয় প্রতিরূপ তৈরি করেছিলেন এবং এটি প্রথম প্রতিরূপের মতোই কার্যকরী হয়েছিল। বৃহত্তরভাবে তৈরি করা দ্য ভিঞ্চির করা বিশ্বের প্রথম যন্ত্র মানবের নকশাটি পরে নাসা তাদের গ্রহ অনুসন্ধান কার্যে ব্যবহার্য রোবট নির্মাণের জন্য গ্রহণ করেছিল।
উক্ত রোবটটি ছাড়াও আরও বেশ কয়েকটি রোবট তৈরি করেছিলেন দ্য ভিঞ্চি। ১৪৭৮ সালে লিওনার্দোর নকশাকৃত স্বয়ংক্রিয় গাড়িটিকে বিশ্বের প্রথম অটোম্যাটিক গাড়ি হিসেবে বিবেচনা করা হয়। গাড়িটি ছিল ছিল সাড়ে পাঁচ ফুট লম্বা এবং প্রায় পাঁচ ফুট চওড়া। ইতিহাসবিদ জিরোলামো ক্যালভি এই গাড়িটির নাম দিয়েছিলেন ‘লিওনার্দো’স ফিয়াট’। এছাড়াও ভিঞ্চি বিশ্বের প্রথম রোবোটিক সিংহও নির্মাণ করেছিলেন তিনটি। এই সিংহগুলির মধ্যে প্রথমটি ১৫০৯ সালে তৈরি হয়েছিল এবং কথিত আছে এটি রাজা দ্বাদশ লুইকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি করা হয়। এই যান্ত্রিক সিংহটি তার পিছনের পায়ে দাঁড়িয়ে রাজাকে একটি লিলি ফুল উপহার দিয়েছিল। ১৫১৫ সালে, পোপ লিও এক্স দ্য ভিঞ্চিকে দ্বিতীয় আরেকটি যান্ত্রিক সিংহ তৈরি করার দায়িত্ব দেন, যা তিনি ফ্রান্সের নতুন রাজা ফ্রান্সিসকে উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন। মাইকেলেঞ্জেলো-র মতো চিত্রশিল্পীরা দ্বিতীয় সিংহের অত্যাশ্চর্য নকশা এবং ক্ষমতা দেখে মুগ্ধতার কথা নিজেদের লেখায় লিখে গেছেন। তৃতীয় সিংহটি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। দ্য ভিঞ্চি যান্ত্রিক সিংহকে পুনরায় তৈরি করার প্রচেষ্টা অবশেষে ২০০৯ সালে সফল হয়েছিল।
এগুলি ছাড়াও ভিঞ্চির করা বেশ কিছু রোবটের নকশা কালের অতলে হারিয়ে গিয়েছে। শল্য চিকিৎসার ইতিহাসে প্রথম স্বয়ংক্রিয় অপারেশন ইউনিট ‘দ্য ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম’ এর নেপথ্যে প্রধান কান্ডারি ছিলেন ভিঞ্চি।