ফিফা বিশ্বকাপ ২০২২

ফিফা বিশ্বকাপ ২০২২

ফিফা বিশ্বকাপ ২০২২ ছিল ফিফা বিশ্বকাপের বাইশতম আসর। এই বিশ্বকাপের আসর ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতার -এ অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩২টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে ফ্রান্সকে  হারিয়ে তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।  এই বিশ্বকাপের সময় সূচী জানতে ক্লিক করুন এখানে 

২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য  হয়ে আছে।  ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম বিশ্বকাপ যেটি ইউরোপ ও আমেরিকা ও এশিয়া ছাড়া মধ্য প্রাচ্যের কোন দেশে অনুষ্ঠিত হয়েছে।  বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ব্যয়বহুল বিশ্বকাপ এটি।  এটিই প্রথম বিশ্বকাপ যেটি গ্রীষ্মকালের পরিবর্তে শীতকালে অনুষ্ঠিত হল। এটিই প্রথম বিশ্বকাপ যেখানে শীততাপ নিয়ন্ত্রিত স্টেডিয়ামে খেলা হল।  বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম বিশ্বকাপ যেটি সবথেকে কম সময়ে মাত্র আঠাশদিন জুড়ে অনুষ্ঠিত হয়।  

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল একটি সনাতনী আরবীয় পোশাক পরিহিত একটি কাল্পনিক চরিত্র। ম্যাসকটটির নাম – ‘লাঈব‘ যার অর্থ – অসামান্য দক্ষতা সমন্বিত খেলোয়াড়। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – ‘আল – রিহলা’। এই বিশ্বকাপে কোন একটি অফিসিয়াল থিম গান ছিল না বদলে ছয়টি গান সমন্বিত অ্যালবাম তৈরী করা হয়েছিল। এই বিশ্বকাপের ৬৪টি ম্যাচে মোট ১৭২টি গোল হয়। 

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – নেদারল্যান্ড, সেনেগাল, ইকুয়েডর, কাতার। দ্বিতীয় গ্রুপে ছিল –  ইংল্যান্ড, আমেরিকা, ইরান, ওয়েলস। তৃতীয় গ্ৰুপে ছিল – আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব। চতুর্থ গ্ৰুপে ছিল – ফ্রান্স, অস্ট্রেলিয়া, তিউনিশিয়া, ডেনমার্ক।  পঞ্চম গ্ৰুপে ছিল – জাপান, স্পেন, জার্মানি, কোস্টারিকা ষষ্ঠ গ্ৰুপে ছিল –  মরোক্কো, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, কানাডা। সপ্তম গ্ৰুপে ছিল – ব্রাজিল, সুইজারল্যান্ড,  ক্যামেরুন, সার্বিয়া। অষ্টম গ্ৰুপ ছিল – দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, উরুগুয়ে ও ঘানা।  

ফিফা বিশ্বকাপ ২০২২ এর ফাইনালে ফ্রান্সের সাথে ৩-৩ গোলে টাই তৈরী হলে শেষ পর্যন্ত  ৪ -২ (পেনাল্টি) গোলে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা। এটি ছিল আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জয়। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে ক্রোয়েশিয়া ও মরোক্কো অর্জন করে।

কাতারের লুসেইলে অবস্থিত লুসেইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়। আর্জেন্টিনার পক্ষে মূল সময় সীমার মধ্যে দুটি গোল করেন লিওনেল মেসি ও একটি করেন দি মারিয়া।  অন্যদিকে ফ্রান্সের হয়ে তিনটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে।  এরপর টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে আর্জেন্টিনার পক্ষে চারটি গোল করেন যথাক্রমে -মেসি, দিবালা, পেরেডেস ও মন্টিয়েল।  অন্যদিকে ফ্রান্সের পক্ষ থেকে দুটি গোল করেন যথাক্রমে – এমবাপ্পে ও কোলো মুয়ানি।  

ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ৮টি গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। 

One comment

আপনার মতামত জানান