ব্যাসদেব তো গান্ধারীর গর্ভপাত করা মাংসপিণ্ড থেকে একশো এক ভ্রূণ আলাদা করে তাদের একশো একটা ঘিয়ের কলশীতে ভিজিয়ে রাখলেন। একটা কলশী থেকে জন্ম নিল দুর্যোধন। বাকি একশোটি কলশী থেকে দুর্যোধনের জন্মের এক মাসের মধ্যেই জন্ম নিল আরও নিরানব্বই জন ছেলে ও একটি মেয়ে। মেয়েটির নাম দুঃশলা। আর দুর্যোধন সমেতই বাকি বাকি ভাইদের নাম নীচে দেওয়া হল
১.দুর্যোধন ২.যুযুৎসু ৩.দুঃশাসন ৪.দুঃসহ ৫.দুঃশল ৬.দুর্মুখ ৭.বিবিংশতি ৮.বিকর্ণ ৯.জলসন্ধ ১০.সুলোচন ১১.বিন্দ ১২.অনুবিদ ১৩. দুর্ধর্ষ ১৪.সুবাহু ১৫.দুস্প্রধর্ষণ ১৬. দুর্মষণ ১৭.দুর্মুখ ১৮.দুস্কর্ণ ১৯.কর্ণ ২০.চিত্র ২১.উপচিত্র ২২.চিত্রাক্ষ ২৩.চারুচিত্র ২৪.অঙ্গদ ২৫.দুর্মদ ২৬.দুস্প্রহরশ ২৭.বিবিৎসু ২৮.বিকট ২৯.মম ৩০.ঊর্ণনাভ ৩১.পদ্মনাভ ৩২.নন্দ ৩৩.উপনন্দ ৩৪.সেনাপতি ৩৫.সুষেণ ৩৬.কুণ্ডদর ৩৭.মহোদর ৩৮.চিত্রবাহু ৩৯.চিত্রবর্মা ৪০.সুবর্মা ৪১.দুরবিরোচন ৪২.অয়োবাহু ৪৩.মহাবাহু ৪৪.চিত্রচাপ ৪৫.সুকুণ্ডল ৪৬.ভীমবেগ ৪৭.ভীমবল ৪৮.বলাকী ৪৯.ভীমবিক্রম ৫০.উগায়ুধ ৫১.ভীমশর ৫২.কনকায়ু ৫৩.দৃরায়ুধ ৫৪.দৃঢ়বর্মা ৫৫.দৃঢ়ক্ষত্র ৫৬.সোমকীর্তি ৫৭.অনুদর ৫৮.জরাসন্ধ ৫৯.ধৃঢ়সন্ধ ৬০.সত্যসন্ধ ৬১.সহস্রবাক ৬২.উগ্রসবা ৬৩.উগ্রসেন ৬৪.ক্ষেমমূর্তি ৬৫.অপরাজিত ৬৬.পন্ডিতস্ক ৬৭.বিশালক্ষ ৬৮.দুরাধন ৬৯.দৃঢ়হস্ত ৭০.সুহস্ত ৭১.বাতবেগ ৭২.সুবরচা ৭৩.আদিত্যকেতু ৭৪.বহবাশী ৭৫.নাগদত্ত ৭৬.অনুযায়ী ৭৭.নিসঙ্গী ৭৮.কবচী ৭৯.দণ্ডি ৮০.দণ্ডধার ৮১.ধনুরগ্রহ ৮২.উগ্র ৮৩.ভীমরথ ৮৪.বীর ৮৫.বীরবাহু ৮৬.অলুলোপ ৮৭.অভয় ৮৮.রৌদ্রকর্মা ৮৯.দৃঢ়রথ ৯০.চয় ৯১.অনাধৃশ্য ৯২.কুন্ডভেদী ৯৩.বিবারী ৯৪.দীর্ঘলোচন ৯৫.দীর্ঘবাহু ৯৬.মহাবাহু ৯৭.বুঢরু ৯৮.কনকাঙ্গদ ৯৯.কুণ্ডজ ১০০.চিত্রক
তথ্যসূত্র
1. "মহাভারতের একশোটি দুর্লভ মুহূর্ত", আনন্দ পাবলিশার্স, পঞ্চম মুদ্রণ - ধীরেশচন্দ্র ভট্টাচার্য, অধ্যায় ১৬- গান্ধারীর শতপুত্র প্রসব , পৃষ্ঠাঃ ৮৫-৮৬
2 comments