২৮ মার্চ

আজকের দিনে ।। ২৮ মার্চ

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৮ মার্চ ।

আজকের দিনে ভারত :

১৯০৪ সালের আজকের দিনে তেলেগু চলচ্চিত্র অভিনেতা চিত্তর ভি নাগাইয়া জন্মগ্রহণ করেন।

১৯২৬ সালের আজকের দিনে ক্রিকেটার পলি উমিগর জন্মগ্রহণ করেন।

১৯৪১ সালের আজকের দিনে সুভাষচন্দ্র বসু বার্লিন পৌঁছেছিলেন।

১৯৫৪ বাঙালি অভিনেত্রী মুনমুন সেন জন্মগ্রহণ করেন।

১৯৯০ সালের আজকের দিনে বাংলা রণজি ট্রফি জিতেছিল।

২০১৫ সালের আজকের দিনে আন্তর্জাতিক ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিং-এর শীর্ষে পৌঁছন সাইনা নেহওয়াল।

আজকের দিনে বাংলাদেশ :

১৯০৭ সালের আজকের দিনে প্রগতিশীল লেখক ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন জন্মগ্রহণ করেন।

১৯৪৮ সালের আজকের দিনে জিন্না রেডিওতে তার ভাষা নীতি ঘোষণা করেন।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় তাইওয়ান।

১৯৭৩ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লেবানন।

২০১০ সালের আজকের দিনে বাংলাদেশের মোবাইল পরিষেবা প্রতিষ্ঠান ‘একটেল’ ‘রবি আজিয়াটা কোম্পানি’ নামে পরিবর্তীত হয়।

 আজকের দিনে বিশ্ব :

১৪৮৩ সালের আজকের দিনে (মতান্তরে ৬ এপ্রিল) রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী রাফায়েল-এর জন্ম হয় বলে মনে করা হয়।

১৭৯৫ সালের আজকের দিনে পোল্যান্ডের পার্টিশন হয়। এই পার্টিশনের ফলে ‘পোল্যান্ড-লিথুয়ানিয়ান কমনওয়েলথ’-এর উত্তর দিকে কোরল্যান্ডের ‘ডচি’ এবং ‘সেমিগালিয়া’ অঞ্চল রাশিয়ার অংশ হয়ে ওঠে।

১৮৫৪ সালের আজকের দিনে ব্রিটেন ও ফ্রান্স ক্রিমিয়ান যুদ্ধের সময় যৌথভাবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮৬৮ সালের আজকের দিনে বিখ্যাত রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম হয়।

১৯২০ সালের আজকের দিনে ‘পাম সানডে টর্নেডো’ ঝড়ের আঘাতে আমেরিকার ‘গ্রেট লেক’ অঞ্চল এবং ‘ডিপ সাউথ স্ট্রেট’ অঞ্চল ক্ষয়ক্ষতির শিকার হয় এবং ৩৮০ জন নিহত ও ১২১৫ জন আহত হয়।

১৯৩৯ সালের আজকের দিনে স্প্যানিশ গৃহযুদ্ধ শেষ হয়।

১৯৪১ সালের আজকের দিনে আধুনিক সাহিত্যের একজন উল্লেখযোগ্য এবং প্রতিভাবান ইংরেজ লেখিকা ভার্জিনিয়া উলফের মৃত্যু হয়।

১৯৪৯ সালের আজকের দিনে খ্যাতিমান কম্পিউটার বিজ্ঞানী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেসলি ভ্যালিয়ান্ট জন্মগ্রহণ করেন।

১৯৬৯ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম রাষ্ট্রপতি ডোয়াইট্‌ ডি. আইজেনহাওয়ার পরলোক গমন করেন।

১৯৭০ সালের আজকের দিনে পশ্চিম তুরস্কে ভূমিকম্পে ১০৮৬ জনের প্রাণহানি এবং ১২৬০ জন আহত হয়।

২০০৫ সালের আজকের দিনে উত্তর সুমাত্রায় ছয় মারসেলি তীব্রতা সহ একটি ভূমিকম্পে প্রায় ৯১৫ জন মারা যায় এবং ১১৪৬ জন আহত হয়।

« আজকের দিনে ।। ২৭ মার্চআজকের দিনে ।। ২৯ মার্চ »

তথ্যসূত্র


  1. https://bn.m.wikipedia.org/wiki/২৮_মার্চ
  2. https://en.wikipedia.org/wiki/March_28
  3. https://www.onthisday.com/day/march/28
  4. http://www.bcstest.com/https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
  5. http://mythicalindia.com/features-page/28-march-today-in-indian-history/
  6. https://en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladeshi_history
  7. https://en.wikipedia.org/wiki/1920_Palm_Sunday_tornado_outbreak
  8. http://thehistoryindia.blogspot.com/2012/12/28-march-day-in-history-of-india-and.html
  9. https://en.wikipedia.org/wiki/Leslie_Valiant
  10. https://en.wikipedia.org/wiki/Robi
  11. https://en.wikipedia.org/wiki/Dwight_D._Eisenhower
  12. অভিনব অগ্রণী পত্রিকা–সম্পাদক–দিলীপকুমার বাগ–শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ–ডিসেম্বর ২০১৮-পৃষ্ঠা-২
  13. আজকের অনির্বাণ পত্রিকা–সম্পাদক জুবিন ঘোষ–১৬ই মার্চ, ২০১৭-চন্দননগর, গড়ের ধার, হুগলি, পশ্চিমবঙ্গ পৃষ্ঠা -১৫

আপনার মতামত জানান