সৌদি আরব

সৌদি আরব

সৌদি আরব
সৌদি আরব

রুক্ষ মরুভূমির মাঝে প্রাণ হল সৌদি আরব (Saudi Arabia)৷ পূণ্য স্থান মক্কা মদিনার জন্য এর নাম সকলের কাছে বহুল পরিচিত। এখানে আছে খনিজ সম্পদের ভান্ডার।

এশিয়া মহাদেশের একটি অন্যতম দেশ হল সৌদি আরব৷ আয়তনের দিক দিয়ে আরবদেশগুলির মধ্যে এশিয়ার বৃহত্তম দেশ এইটি এবং আলজিরিয়ার পর আরব বিশ্বে এর স্থান দ্বিতীয়৷ উত্তরে জর্দান ও ইরাক, পূর্ব দিকে কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত এবং দক্ষিনে ইয়েমেন ঘিরে রয়েছে সমগ্র দেশটিকে। উত্তরপূর্বে কুয়েত ও দক্ষিনপুর্বে ওমান অবস্থান করছে।

রিয়াদ সৌদি আরবের রাজধানী ।আরবি ভাষায় রিয়াদের অর্থ বাগানসমূহ। বহু আগে আরব উপদ্বীপে হজযাত্রীদের জন্য একটা প্রাক্তণ ব্যবসা কেন্দ্র হিসেবে রিয়াদ প্রতিষ্ঠিত ছিল৷ বর্তমানে রিয়াদ অধুনিক স্থাপত্য ও শহুরে সভ্যতার ব্যস্ত মহানগরী । সিটিজ কিং সৌদ ও ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় নামক দুই বিশ্ববিদ্যালয় এখানে আছে৷ রিয়াদ শহরে আছে তথ্য, সাংস্কৃতিক তথ্য এবং সাংস্কৃতিক কেন্দ্র, খেলাধুলার সুযোগ ও স্টেডিয়াম, পাঠাগার কেন্দ্র এবং জন পাঠাগার, যা সকল দিক দিয়ে জনগনকে সমৃদ্ধ করেছে। দিরা স্কোয়ার, মাসমাক দুর্গ, প্রত্নতাত্ত্বিক ও নৃ-তত্ত্ব যাদুঘর এখানকার দর্শনীয় স্থান৷
২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার বিচারে সৌদি আরব বিশ্বে ৪০ তম জনবহুল দেশ।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

সৌদি আরব ম্যাপ
সৌদি আরব ম্যাপ

এখানকার মুদ্রার নাম রিয়াল। সৌদি আরবের রাষ্ট্রীয় ভাষা হল আরবি৷

এখানে ইসলাম ধর্ম স্বীকৃত। সৌদি আরব রাজতান্ত্রিক দেশ। এখানে রাজা ইসলামী আইন ও কোরান মেনে শাসন করতে হয়৷ আর কোরানই এখানকার সংবিধান।

সৌদি আরবে বেশ কিছু উল্লেখযোগ্য ভ্রমণ স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল, মাডেইন সালেহ , অপরূপ সৌন্দর্য ভরা এই শহরে বেশ কিছু ইতিহাসের সাক্ষর রয়েছে৷ গোলাপ ও গোলাপ জলের জন্য বিখ্যাত শহর হল তায়েফ, এছাড়া আল সাউথ, ফারাসান দ্বীপ, নাজরেইন উল্লেখযোগ্য। সবথেকে উল্লেখ্য স্থান হল মক্কা ও মদিনা। মক্কার পবিত্র ভূমি হজযাত্রী মাত্রেই পূণ্যস্থান৷

সৌদি আরবের মানুষদের প্রিয় খাদ্য পনীর ও জয়তুন। সৌদি আরবের মিষ্টি খাবারগুলোর মধ্যে আছে বাসবোসা, বাখলাভা, কুনাফা, মায়ামোল, হালওয়া, বামিয়েহ, মুহালবিয়া ও কাতায়েফ। বাসবোসা হলো কাজু বাদাম ও সুজি দিয়ে তৈরী একপ্রকার কেক। কুনাফা হল পনির দিয়ে বিশেষভাবে তৈরি একধরনের মিষ্টি বিশেষ। মায়ামোল, হালুয়া, বামিয়েহ, মুহালবিয়া হচ্ছে দুধের পুডিং আর কাতায়েফ হচ্ছে মাখন ও পনীর দিয়ে তৈরি কেক।

খনিজ সম্পদ সৌদি আরবে প্রচুর পরিমানে আছে, বিশ্বে তৃতীয় স্থান অধিকার করে। পেট্রোল, খনিজ তেল ও গ্যাস এখানকার প্রধান সম্পদ।

4 comments

আপনার মতামত জানান