১৯৮৪ এর ৩রা অগাস্ট সেকেন্দ্রাবাদে কে.বি.ছেত্রী এবং সুশীলা ছেত্রীর কোল আলো করে জন্মগ্রহণ করেন সুনীল ছেত্রী। বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ইলেক্ট্রনিক্স ও মেকানিক্যাল বিভাগের অফিসার।সেনাবাহিনীর ফুটবল দলের নিয়মিত সদস্য ছিলেন। মা নেপালের মহিলা জাতীয় দলের হয়ে ফুটবল খেলতেন।ফুটবল আবহে বড় হয়ে ওঠা সুনীলের সময় লাগেনি বিশেষ ফুটবলকে ধ্যানজ্ঞান করে নিতে।
পেশাদার হিসেবে ফুটবল কেরিয়ার শুরু করেন মোহনবাগানে ২০০২ তে। এরপর যোগদান করেন পাঞ্জাবের জগজিত কটন এন্ড টেক্সটাইল ফুটবল ক্লাবে। এই ক্লাবের হয়ে ৪৮ ম্যাচে ২১ গোল করেন। উপমহাদেশের হয়ে সুনীল ছিলেন তৃতীয় ফুটবলার যিনি বিদেশের ক্লাবের হয়ে খেলার চান্স পান।আমেরিকার কানসাস সিটি উইজার্ডস ক্লাবের হয়ে খেলার মেয়াদ কিন্তু বেশীদিন স্থায়ী হয়নি সুনীলের। ভারতে ফিরে এসে চিরাগ ইউনাইটেড ও পরে মোহনবাগানে আবার যুক্ত হন।
এই ধরণের তথ্য লিখে আয় করতে চাইলে…
আপনার নিজের একটি তথ্যমূলক লেখা আপনার নাম ও যোগাযোগ নম্বরসহ আমাদের ইমেল করুন contact@sobbanglay.com এ
২০০৭ ২০০৯ ২০১২ নেহেরু কাপ, ২০১১ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের জয়ের মূল কাণ্ডারি ছিলেন সুনীল। এ.আঈ.এফ.এফ বর্ষসেরা ফুটবলার সম্মানে ভূষিত হন ২০০৭, ২০১১, ২০১৩, ২০১৪।
বর্তমানে ক্লাব স্তরে বেঙ্গালুরু এফ.সি’র হয়ে খেলছেন এবং জাতীয় স্তরে ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/Sunil_Chhetri
- https://www.anandabazar.com/
- https://www.business-standard.com/
