সববাংলায়

মনোরথ দ্বিতীয়া ব্রত

মনোরথ দ্বিতীয়া ব্রত আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয়। নারী পুরুষ উভয় এই ব্রত পালন করতে পারেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী।

এককালে কল্যাণগড়ে মাধব সিং নামে এক রাজা ছিলেন। তার এক কন্যা সন্তান ছিল, তার নাম মাধুরী। মাধুরী পড়াশোনা, যুদ্ধ বিদ্যা সবে পারদর্শি ছিলেন। কিন্তু একদিন রাজা লক্ষ্য করলেন মেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছে। তার রোগ নির্ণয় করতে রাজ বৈদ্য এলেন কিন্তু কোনো রোগ আর ধরা পড়ে না, দিনের পর দিন তা বাড়তেই থাকল। এইসব দেখে রাজা ঘোষণা করলেন যে তার মেয়ে কে সুস্থ করতে পারবে তার সঙ্গে মেয়ের বিয়ে দেবেন।

অন্য দিকে, পাশের রাজ্য বলাগড়। রাজার নাম যাদবেদ্র দেব। তার পুত্ৰের নাম শশধর। এরা প্রতিবেশী রাজ্য হলেও সামান্য কারণে এদের মধ্যে যুদ্ধ লেগে থাকত। কারো সঙ্গে কারো মুখ দেখাদেখি ছিল না। কিন্তু শশধর ও মাধুরী ছোটো থেকে এক সাথে খেলাধুলো করেছিল আর বড় হবার সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত নিয়েছিল। কিন্তু তাদের পিতাদের মধ্যে বিবাদের কারণে এই কথা তারা প্রকাশ পেতে দেয়নি।

মাধুরী কে ভালোবাসলেও তাকে পাবার উপায় নাই জেনে শশধর সবসময় মনমরা হয়ে থাকতেন। এমনি একটি দিনে তিনি বাগানের পুকুর পাড়ে বসে মাধুরীর কথা ভাবছিলেন, তাঁর চোখ ঘুমে জুড়িয়ে আসছিল, এমন সময় তিনি স্বপ্নে দেখলেন এক সুপুরুষ তাঁকে বলছেন, “তুমি দুঃখ কোরো না তোমার মনোবাসনা অবশ্যই পূরণ হবে। কাল সকাল বেলায় সন্ন্যাসীর ছদ্মবেশ নিয়ে তুমি কল্যাণগড় গিয়ে রাজা মাধবসিংকে বলে আসবে তার কন্যাকে তুমি ঠিক করে দিতে পারবে। বাড়ি এসে শশাঙ্কদেবের পুজো করে সেই মালা তুমি মাধুরীর গলায় পরিয়ে দেবে। তাহলে সে রোগ মুক্ত হবে আর তোমার সাথেই তার বিয়ে হবে।”

সেই মতো শশধর রাজার কাছে সন্ন্যাসীর বেশে গিয়ে রাজার মেয়েকে ঠিক করে দেওয়ার কথা দিয়ে এলেন। তারপর বাড়ি ফিরে শশাঙ্কদেবের পুজো করে সেই মালা নিয়ে গিয়ে মাধুরীর গলায় পরিয়ে দিতেই মাধুরী রোগমুক্ত হল। রাজা তো ভীষণ খুশি। পরদিনই শশধর রাজ সভায় পৌঁছলে রাজা তাঁর সাথে নিজের মেয়ের বিয়ে দেবার জন্য তাঁকে অন্দরমহলে পাঠিয়ে দিলেন। সেখানে নাপিত তাঁর সন্ন্যাসীর বেশ ছাড়ানোর সময় জানতে পারলেন তিনি প্রতিবেশী দেশের রাজকুমার শশধর। রাজার কাছে এই খবর গেলে তিনি মন্ত্রী পাঠিয়ে বলাগড়ের রাজা যাদবেদ্র দেবকে ডেকে পাঠালেন এবং ওনার সম্মতি নিয়ে ধুমধাম করে মাধুরী আর শশধরের বিবাহ দিলেন। দুই রাজা নিজেদের বিবাদ মিটিয়ে আত্মীয়তার বাঁধনে আবদ্ধ হল। এই ভাবে মাধুরী আর শশধরের মনস্কামনা পূর্ণ হয়েছিল। তাঁরা যতদিন বেঁচে ছিলেন মনোরথ দ্বিতীয়া ব্রত পালন করে ছিলেন এবং তার প্রচার করেছিলেন।

আজকের দিনে

রাধাষ্টমী ব্রত ষট পঞ্চমী ব্রত

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. মেয়েদের ব্রতকথা- লেখকঃ গোপালচন্দ্র ভট্টাচার্য সম্পাদিত ও রমা দেবী কর্তৃক সংশোধিত, প্রকাশকঃ নির্মল কুমার সাহা, দেব সাহিত্য কুটির, পৃষ্ঠা ৭৭

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading