সববাংলায়

৮ চৈত্র | ২২ মার্চ | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৮ চৈত্র এবং ইংরাজি ২০২৫ সালের ২২ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৮ চৈত্র | ২২ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ১৯৯৩ সালে রাষ্ট্রসংঘ ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে৷ যদিও এর সূচনা হয়েছিল এক বছর আগেই। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে প্রথমবার বিশ্ব জল দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়। তারপর সেই প্রস্তাব পাশ হয়ে গেলে ১৯৯৩ সালে প্রথমবার ২২ মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় এবং এরপর থেকে ধীরে ধীরে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-water-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন। স্কুলে অঙ্ক করাতে করাতেই জীবনের অঙ্কে এক অন্য হিসাব তিনি করছিলেন। কেউ টের পায়নি। এমনকি ব্রিটিশ পুলিশও না। তিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের অন্যতম কাণ্ডারি। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/master-da-surya-sen/
  • আজ হান্স উইল্‌সডর্ফের জন্মদিন। ‘রোলেক্স’- হাতঘড়ির জগতে অতি বিখ্যাত এবং বর্তমানে বহুমূল্য একটি ব্র্যাণ্ড। পকেটঘড়ির জমানায় প্রথম হাতঘড়ি তৈরি করে এবং তাকে জনপ্রিয় করে তোলার মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। রোলেক্সের স্রষ্টা হান্স উইলস্‌ডর্ফের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hans-wilsdorf/
  • আজ কিংবদন্তি জার্মান সাহিত্যিক গ্যেটের মৃত্যুদিন। স্বয়ং নেপোলিয়ন ‘নাইট অব দ্য লিজিয়ন অব অনার’ সম্মানে ভূষিত করেছিলেন জার্মান তাঁকে। কবিতা, উপন্যাস, নাটক রচনার পাশাপাশি বিজ্ঞানচর্চাও করেছিলেন তিনি। রঙের তত্ত্ব বিষয়ে নিউটনের পর্যন্ত বিরোধিতা করেছিলেন৷ জীবনে বহু নারীর সংস্পর্শে এসেছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি ‘ফাউস্ট’কে আজও উত্তম সাহিত্যকর্মের তালিকায় উপরদিকেই স্থান দেওয়া হয়। এই বহুমুখী প্রতিভাসম্পন্ন বহুচর্চিত সাহিত্যিক গ্যেটে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/goethe
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মাস্টারদার নাম বললেই সকলের চোখে ভাসে ইতিহাস বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা। জালালাবাদের পাহাড়ে প্রত্যক্ষ সংগ্রামে মাস্টারদা আর তাঁর বিপ্লবী বাহিনী ব্রিটিশ পুলিশদের সঙ্গে পাল্লা দিয়ে মোকাবিলা করেছিল। ১৯৩০ সালে এই ঘটনার বিরুদ্ধে ব্রিটিশ সরকার রুজু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা। এই মামলা এবং তাঁর প্রেক্ষাপটের রোমহর্ষক ইতিবৃত্ত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chittagong-armoury-raid/
  • বাবার বিয়ে দেখা। অনেকে রেগে গিয়ে অনেককেই বলে থাকে। ভীষ্ম কিন্তু আক্ষরিকঅর্থেই বাবার বিয়ে দেখেছিল। শুধু দেখেছিল বলা ভুল, বাবার বিয়ে সে দিয়েছিল। আর বাবার বিয়ে দেওয়ার জন্যই তাঁকে ভীষণরকম প্রতিজ্ঞা করতে হয়েছিল। এর জন্যই তো তিনি ভীষ্ম নামে পরিচিত। ভীষ্মের প্রতিজ্ঞা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের পর্বে জানবো সেই কথা https://sobbanglay.com/sob/shantanu-satyabati-bhisma/
  • বিজ্ঞানীরা বলছেন বায়ুদূষণ যত বাড়বে ততই বজ্রপাতের সম্ভাবনাও বেড়ে যাবে। একটি গবেষণায় দেখানো হয়েছে বাতাসের উষ্ণতা যদি ১ ডিগ্রি বাড়ে তাহলে বজ্রপাতের পরিমাণ ১২ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাহলে কীভাবে বজ্রপাতের থেকে সুরক্ষিত থাকা যায়? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/how-to-protect-from-lightning

৮ চৈত্র | ২২ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন। সূর্য সেন একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ‘মাস্টারদা’ নামে খ্যাত। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার মূলত তাঁর নেতৃত্বেই চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন সংঘটিত হয়েছিল। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/lLjv99cCXQE

বিশেষ আকর্ষণীয় ভিডিও :


৮ চৈত্র | ২২ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৮ চৈত্র | ২২ মার্চ | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading