৬ এপ্রিল

আজকের দিনে ।। ৬ এপ্রিল

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৬ এপ্রিল।

বিশেষ দিবসঃ

আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবস।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

আজকের দিনে ভারতঃ

১৯৩০ সালের এই দিনে ওই বছরের-ই ১২ মার্চ শুরু হওয়া গান্ধীজির বিখ্যাত ‘ডান্ডি মার্চ’-এর সমাপ্তি ঘটে এবং এই দিন-ই তিনি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতে প্রচলিত লবণ আইন  ভঙ্গ করেন।

১৯৩১ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনের জন্ম হয়।

১৯৫৬ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার দিলীপ ভেঙ্সারকার জন্মগ্রহণ করেন।

১৯৯০ সালের এই দিনে বিশিষ্ট কমিউনিস্ট ভাবাদর্শী রাজনীতিক ভালচন্দ্র ত্রিমবাক রানাদিভে পরলোক গমন করেন।

২০১০ সালের এই দিনে ভোরবেলায় নকশাল ভাবাদর্শী মাওবাদীদের আক্রমণে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় ছিয়াত্তরজন সি.আর.পি.এফ জওয়ান মৃত্যুমুখে পতিত হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯৭২ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্যাবন।

১৯৬৭ সালের আজকের দিনে সুফী গানের অন্যতম ধারা মাইজভান্ডারী গানের অন্যতম কিংবদন্তিসম গায়ক ও সাধক রমেশ শীলের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্বঃ

১৪৮৩ সালের এই দিনে রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী রাফায়েল জন্মগ্রহণ করেন।

১৫২০ সালের এই দিনে রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী রাফায়েল পরলোক গমন করেন।

১৬৫২ সালের এই দিনে জ্যাঁ ভ্যান রেইবেকের নেতৃত্বে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিন আফ্রিকার কেপ কলোনিতে প্রথম ইউরোপিয়ান উপনিবেশটি গড়ে তোলেন।

১৭২২ সালের এই দিনে রাশিয়ার জাঁর পিটার দ্য গ্রেট সমস্ত দাড়িবিশিষ্ট পুরুষদের করদানের হাত থেকে রেহাই দেন।

১৮২৯ সালের আজকের দিনে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ নিয়েল হেনরিক আবেলের মৃত্যু হয়।

১৮৮৩ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ফুটবলার চার্লি রবার্টস জন্মগ্রহণ করেন।

১৮৯৬ সালের এই দিনে গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক সময়ের অলিম্পিকের উদ্বোধন হয়।

১৯১৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে।

১৯২৮ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন আণবিক জীববিজ্ঞানী জেমস ওয়াটসন জন্মগ্রহণ করেন।

১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট রুশ সুরকার ইগর স্ট্রাভিনস্কি পরলোক গমন করেন।

১৯৭৫ সালের এই দিনে বিখ্যাত চিনা রাজনীতিক চিয়াং কাই শেক পরলোক গমন করেন।

১৯৯১ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড পরলোক গমন করেন।

১৯৯২ সালের আজকের দিনে বিশিষ্ট রুশ লেখক ও শিক্ষাবিদ আইজাক আসিমভের মৃত্যু হয়।

২০১৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মেক্সিকোতে তিনজন অভিভাবকের ডি.এন.এ-এর সংমিশ্রণে প্রথম একটি সন্তানকে জন্ম দেওয়া হয়।

« আজকের দিনে ।। ৫ এপ্রিলআজকের দিনে ।। ৭ এপ্রিল »

One comment

আপনার মতামত জানান