কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৭ ডিসেম্বর
আজকের দিনে ভারতঃ
১৩৯৮ সালের আজকের দিনে পানি পথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।
১৬৪৫ সালে আজকের দিনে জাহাঙ্গিরের কুড়িতম স্ত্রী নূরজাহান পরলোক গমন করেন।
১৯২৮ সালের আজকের দিনে লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগত সিং, রাজগুরু এবং চন্দ্রশেখর মিলিত ভাবে ব্রিটিশ পুলিশ সুপার জেমস স্কট কে হত্যা করতে গিয়ে ভুল বশত জে পি স্যান্ডার্সকে হত্যা করেন।
১৯৩৬ সালের আজকের দিনে সাহিত্যিক দেবেশ রায় জন্মগ্রহণ করেন।
১৯৩৮ সালের আজকের দিনে কথাশিল্পী, শিক্ষাবিদ ও সাহিত্য সমালোচক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন।
আজকের দিনে বাংলাদেশ
১৯৬১ সালের আজকের দিনে শিক্ষাবিদ ও সাহিত্যিক গোলাম মকসুদ হিলালী পরলোক গমন করেন।
১৯৭১ সালের আজকের দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় রাঙামটি, কিশোরগঞ্জ, খুলনা, ফরিদপুর ও চট্টগ্রাম।
আজকের দিনে বিশ্ব –
১৭৭০ সালের আজকের দিনে জার্মান সঙ্গীত স্রষ্টা ল্যুদভিগ্ন ফন্ বিটোফনের জন্ম।
১৮৩০ সালের আজকের দিনে দক্ষিণ আমেরিকার বিপ্লবী নেতা সিমন বোলিভার পরলোক গমন করেন।
১৯০৩ সালের আজকের দিনে রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড্ডয়ন করেন।
১৯০৭ সালের আজকের দিনে স্কটল্যান্ডের শহর লার্গসে স্যার লর্ড কেলভিনের মৃত্যু হয়।
১৯২০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কেনেথ আইভার্সন, তিনি ছিলেন টুরিং পুরস্কার বিজয়ী একজন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৮২ সালের আজকের দিনে আলবেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী মেহমেত সেহু পরলোক গমন করেন।
২০১১ সালের আজকের দিনে পরলোক গমন করেন কিম জং-ইল, তিনি ছিলেন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা উত্তর কোরিয়ার শাসক ও প্রধান ব্যক্তিত্ব।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances#December
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/December_17
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%AD-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-
One comment