কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৬ ডিসেম্বর ।
আজকের দিনে ভারত :
১৭৩২ সালের আজকের দিনে ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস জন্মগ্রহণ করেন।
১৮৫৩ সালের আজকের দিনে গবেষক, সাহিত্যিক ও পান্ডুলিপি সংগ্রাহক হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম হয়।
১৮৯৫ সালের আজকের দিনে অবিভক্ত বাংলার ফুটবলের জাদুকর সৈয়দ আবদুস সামাদের জন্ম হয়।
১৯০১ সালের আজকের দিনে ভারতের কমিউনিস্ট আন্দোলনের অগ্রণী সংগঠক আবদুল হালিম জন্মগ্রহণ করেন।
১৯১১ সালের আজকের দিনে বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তের জন্ম হয়।
১৯২২ সালের আজকের দিনে মরমী সাধক হাসন রাজা পরলোক গমন করেন।
১৯২৮ সালের আজকের দিনে ভারততত্ত্বের গবেষক অধ্যাপক তারাপদ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯৫৬ সালের আজকের দিনে ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ ও ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ভীমরাও রামজি আম্বেদকরের মৃত্যু হয়।
১৯৯২ সালের আজকের দিনে বাবরি মসজিদ ধ্বংস করা হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯১৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডব্লিউ এ এস ওডারল্যান্ড, তিনি ছিলেন অস্ট্রেলিয়ান নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা।
১৯৫৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তারেক মাসুদ, তিনি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার।
১৯৭১ সালের আজকের দিনে দেশের প্রথম স্বাধীন জেলা হিসেবে যশোর জেলা পাক হানাদার বাহিনী মুক্ত হয়েছিল।
১৯৭১ সালের আজকের দিনে মেহেরপুর, ঝিনাইদহ, লালমনিরহাট, সুনামগঞ্জ, যশোরের চৌগাছা, দিনাজপুরের বোচাগঞ্জ, রংপুরের পীরগঞ্জ, কুড়িগ্রামের উলিপুর, মৌলভীবাজারের কুলাউড়া, ও নেত্রকোনার দুর্গাপুর পাকিস্থানী হানাদার মুক্ত হয়।
১৯৭১ সালের আজকের দিনে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ভুটান ও ভারত সরকার স্বীকৃতি প্রদান করে।
১৯৯০ সালের আজকের দিনে বাংলাদেশে ব্যাপক গণআন্দোলনের মুখে সাবেক প্রেসিডেন্ট হোসেইন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তার পদত্যাগের পর বিচারপতি সাহাবুদ্দিন আহমদ অস্থায়ী প্রেসিডেন্ট নিযুক্ত হন এবং জাতীয় সংসদ বাতিল হয়।
আজকের দিনে বিশ্ব :
১২৪০ সালের আজকের দিনে মোঙ্গল আক্রমনে রুশ সাম্রাজ্য থেকে কিয়েভ বিচ্ছিন্ন হয়। কিয়েভ মঙ্গল নেতা বাটু খানের আওতায় আসে।
১৪৯২ সালের আজকের দিনে প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস নতুন পৃথিবীর হিসপানিওলা (ডমিনিকান রিপাবলিক ও হাইতি) দ্বীপ আবিস্কার করেন।
১৭১৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন নিকোলাস রওে, তিনি ছিলেন ইংরেজ কবি ও নাট্যকার।
১৭৬৮ সালের আজকের দিনে বিশ্বকোষ এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা প্রথম প্রকাশিত হয়।
১৮২৩ সালের আজকের দিনে জার্মান পণ্ডিত ম্যাক্স মুলারের জন্ম হয়। তিনি ছিলেন বিখ্যাত ভারত বিদ্যাবিশারদ, সংস্কৃত ভাষার সুপ্রসিদ্ধ পণ্ডিত, অনুবাদক ও ৫১ খণ্ডে পবিত্র গ্রন্থ সংকলক।
১৮৪৯ সালের আজকের দিনে আমেরিকার মৃত্যুদন্ড প্রথা বিলোপপন্থি হ্যারিয়েট টোবম্যান দাসত্ব থেকে মুক্তি লাভ করেন।
১৮৬৫ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের সংবিধানের চতুর্দশ সংশোধনী অনুযায়ী দাসত্ব প্রথা নিষিদ্ধ হয়।
১৮৭৭ সালের আজকের দিনে পৃথিবী বিখ্যাত পত্রিকা ওয়াশিংটন পোস্ট প্রথম প্রকাশ হয়।
১৮৭৭ সালের আজকের দিনে বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার ফনোগ্রাফ ব্যবহারের মাধ্যমে প্রথম শব্দ রের্কড করতে সক্ষম হন।
১৮৮৪ সালের আজকের দিনে ওয়াশিংটন মনুমেন্টের কাজ শেষ হয়।
১৮৯২ সালের আজকের দিনে জার্মান উদ্ভাবক আর্নস্ট ভেরমার সিমেন্স পরলোক গমন করেন
১৮৯৭ সালের আজকের দিনে লন্ডন বিশ্বের প্রথম শহর হিসাবে টেক্সিক্যাবের অনুমোদন দেয়।
১৮৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গুনার ম্যরডাল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ।
১৯১৭ সালের আজকের দিনে ফিনল্যান্ড রাশিয়ার কাছ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে ।
১৯১৭ সালের আজকের দিনে কানাডার এক যুদ্ধোপকরণ ঘাটিতে হ্যালিফ্যাক্স বিষ্ফোরনের ফলে ১৯০০’র বেশি মানুষ নিহত হন।
১৯২০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জর্জ পোর্টার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক।
১৯২২ সালের আজকের দিনে স্বাধীন আইরিশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় ।
১৯৫৭ সালের আজকের দিনে পৃথিবীর প্রথম উপগ্রহ স্থাপনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হয়।
১৯৬৫ সালের আজকের দিনে পাকিস্থানের ইসলামী দার্শনিকরা প্রাইমারী থেকে স্নাতক পর্যন্ত ইসলামীক স্টাডিস বিষয়টি বাধ্যতামূলক করতে বলে।
১৯৯১ সালের আজকের দিনে পরলোক গমন করেন রিচার্ড স্টোন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ।
২০০০ সালের আজকের দিনে পরলোক গমন করেন আজিজ মিয়া, পাকিস্তানি কাউয়ালি গায়ক ও কবি।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/December_6
- http://www.ambalanews24.com/article/%E0%A7%AC-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


Leave a Reply to ৬ ডিসেম্বর ।। আজকের বাছাই | সববাংলায়Cancel reply