২৪ নভেম্বর

আজকের দিনে ।। ২৪ নভেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৪ নভেম্বর

আজকের দিনে ভারতঃ

১৮০০ সালের আজকের দিনে ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা হয়।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

১৮৫৬ সালের আজকের দিনে কলকাতায় বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম শুরু হয়।

১৮৬০ সালের আজকের দিনে গণিতজ্ঞ কে পি বসু জন্মগ্রহণ করেন।

১৮৮৪ সালের আজকের দিনে বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ পরলোক গমন করেন।

১৯৩৩ সালের আজকের দিনে বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।

আজকের দিনে বাংলাদেশ

২০১৯ সালের আজকের দিনে কমিউনিটি হেলথ ওয়ার্কার্স সম্পর্কিত ‘আন্তর্জাতিক সিম্পোজিয়াম কমিউনিটি’ সংস্থা হেলথ ওয়ার্কার্সের উপর গবেষণা / নীতি নির্ধারণের জন্য নিযুক্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কমিউনিটি হেলথ সম্পর্কিত ভাষণে অংশ নিতে আমন্ত্রণ জানায়।

আজকের দিনে বিশ্ব

১৫৪৮ সালের আজকের দিনে ব্রিটিশ পার্লামেন্ট গির্জায় যাজকের বিয়ের অনুমতি প্রদান করে।

১৬৩২ সালে আজকের দিনে বিখ্যাত ওলন্দাজ দার্শনিক বারুচ স্পিনোজার জন্ম হয়। 

১৬৩৯ সালের আজকের দিনে ডেরিনিয়ার হরফ প্রথমবারের মত শুক্রগ্রহের গতিবিধি লক্ষ্য করেন।

১৬৪২ সালের আজকের দিনে আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।

১৭১৫ সালের আজকের দিনে টেমস্ নদীর জল জমে বরফ হয়ে গিয়েছিল।

১৭৫৯ সালের আজকের দিনে ভিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।

১৮৩১ সালের আজকের দিনে বিখ্যাত বৃটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।

১৮৫৯ সালের আজকের দিনে চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৪ সালের আজকের দিনে বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।

১৯১৬ সালের আজকের দিনে সাব মেশিনগানের উদ্ভাদক স্যার হিরাম স্টিভেনস মাক্সিম পরলোক গমন করেন।

১৯২৩ সালের আজকের দিনে বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।

১৯৫৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন রবার্ট সেসিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ আইনজীবী ও রাজনীতিবিদ।

১৯৯১ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফ্রেডি মার্কারি, তিনি ছিলেন ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক।

২০০৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন প্যাট মোরিটা, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, গায়কও চিত্রনাট্যকার।

২০১২ সালের আজকের দিনে পরলোক গমন করেন টনি লিব্লাঞ্চ, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।

« আজকের দিনে ।। ২৩ নভেম্বরআজকের দিনে ।। ২৫ নভেম্বর »

3 comments

  1. আজকের দিনে বিশ্ব-
    প্রথম তথ্যটি ভুল।
    ভাস্কো দ্য গামা ডিসেম্বরের ২৪ তারিখে পরলোক গমন করেন। আজকের দিনে নয়।

আপনার মতামত জানান