১৯৯২ সালের ২২মে কেনিয়ার নাইরোবি শহরে রাষ্ট্রসঙ্ঘ (United Nations) -এর এক সম্মেলনে জীববৈচিত্র্যের এক নিয়মপত্র নেওয়া হয়। তারপর ২০০১ সাল থেকে প্রতি বছর ২২ মে দিনটিকে আন্তর্জাতিক জীবতাত্ত্বিক বৈচিত্র্য দিবস (International Day for Biological Diversity) হিসাবে পালন করা হয়।
পৃথিবীর বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন জীবের বসবাস। যে বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য যত বেশি , সেই বাস্তুতন্ত্র ততই সুস্থ। কিন্তু মানুষের কিছু কার্যকলাপের কারণে বাস্তুতন্ত্রের এই বৈচিত্র্য আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই আঘাত কিন্তু খুব ক্ষতিকর। জীববৈচিত্র্য নিয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা যাতে আরও বেশি করে গড়ে ওঠে, তাই ২২ মে দিনটিকে রাষ্ট্রসঙ্ঘ থেকে আন্তর্জাতিক জীবতাত্ত্বিক বৈচিত্র্য দিবস (International Day for Biological Diversity) হিসাবে পালন করা হয়। এই দিনে বিভিন্ন দেশে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের জন্য জীববৈচিত্র্যের গুরুত্বের ওপর বিভিন্ন প্রদর্শনী বা সেমিনার আয়োজন করা হয়। রাষ্ট্রসঙ্ঘের ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়োডাইভারসিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসের এক রিপোর্টে বিশ্বের প্রায় দশ লক্ষের বেশি প্রাণী বর্তমানে বিলুপ্তপ্রায় শ্রেণীর অন্তর্গত বলে উল্লেখ করা হয়। সেই রিপোর্টে এও বলা হয় জীব জগতের প্রায় পঁচিশ শতাংশ প্রজাতিই আজ মানুষের কারণে বিলুপ্তপ্রায় শ্রেণীর অন্তর্গত।
সম্প্রতি ২০২২ সালের ডিসেম্বর মাসে কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে ২০৫০ সালের মধ্যে বাস্তুতন্ত্রের জীববৈচিত্র্য ধ্বংস বন্ধ করা হয় ও বাস্তুতন্ত্রের যে ক্ষতিসাধন হয়েছে তা পূরণ করার অঙ্গীকার নেওয়া হয়েছে।
প্রত্যেক বছরই এই দিনটি বিশ্বজুড়ে একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্যকে কেন্দ্র করে পালিত হয়। ২০১৯ সালের প্রতিপাদ্য ছিল – আমাদের জীব বৈচিত্র্য, আমাদের খাদ্য, আমাদের স্বাস্থ্য (Our Biodiversity, Our Food, Our Health)। ২০২০ ও ২০২১ সালের প্রতিপাদ্য ছিল – আমাদের সমাধান প্রকৃতির মধ্যেই আছে (Our solutions are in nature)।২০২২ সালের প্রতিপাদ্য ছিল – সকল প্রাণের জন্য সবার ভোগের উপযোগী ভবিষ্যত তৈরী (Building a shared future for all life)। ২০২৩ সালের প্রতিপাদ্য – চুক্তি থেকে কার্য পর্যন্ত: জীববৈচিত্র্য ফিরিয়ে আনুন (From Agreement to Action: Build Back Biodiversity)। ২০২৪ সালের প্রতিপাদ্য – পরিকল্পনায় অংশ নাও (Be part of the Plan)।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় দিবসের ইতিকথা, লেখকঃ বিমান বসু, প্রকাশনাঃ জ্ঞান বিচিত্রা, পৃষ্ঠা ৪৪
- https://en.wikipedia.org/
- https://www.cbd.int/idb/
- http://www.un.org/
- https://www.unep.org/


Leave a Reply to আজকের দিনে ।। ২২ মে | সববাংলায়Cancel reply