জাতীয় শিক্ষা দিবস

১১ নভেম্বর ।। জাতীয় শিক্ষা দিবস

জাতীয় শিক্ষা দিবস১১ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন। ওনার আসল নাম ছিল ‘ সঈদ আবুল কালাম মুহিউদ্দিন আহমেদ আজাদ’। মৌলানা হল ওনার উপাধি, যার মানে ‘ জ্ঞানী মানুষ’। ১৯৯২ সালে ওনাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয় কারন জীবদ্দশায় উনি নিজে ভারতরত্ন বাছাই পরিষদের সদস্য ছিলেন বলে সরাসরি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন। মৌলানা আজাদ কে বলা হয় বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ উর্দু লেখক। ২০০৮ সাল থেকে ভারতীয় শিক্ষা ক্ষেত্রের প্রসারে ওনার অবদানের কথা মাথায় রেখে ওনার জন্ম দিনটিকে জাতীয় শিক্ষা দিবস (national education day) হিসেবে পালন করা হয়ে থাকে।

ভারতের স্বাধীনতা সংগ্রামে উনি বিশেষ ভূমিকা পালন করেন বিশেষত হিন্দু মুসলিম সম্প্রীতির ক্ষেত্রে। মৌলানা আজাদই হলেন ভারতের উচ্চ শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ দুটি প্রতিষ্ঠান আই আই টি (IIT) ও  ইউ জি সি (UGC) এর প্রতিষ্ঠাতা। গান্ধীজি ওনাকে  পাণ্ডিত্যে পিথাগোরাস, এরিস্টটল ও প্লেটোর সমতুল্য বলে মনে করতেন। ওনার বয়স বারো পেরোনোর আগেই উনি একটি গ্রন্থগার ও বিতর্কসভা চালাতেন। বারো বছর বয়সে মুসলিম দার্শনিক ‘গাজালি’র জীবন কাহিনী লেখার চেষ্টা করেন।চোদ্দ বছর বয়সে তৎকালীন সবচেয়ে বিখ্যাত সাহিত্য পত্রিকা ‘মাখজান’ এ লেখা পাঠাতে শুরু করেন। বয়স পনেরো যখন, তখন ওনার দ্বিগুন বয়সী মানুষদের পড়াতেন। ওনার সম্পাদিত বিখ্যাত পত্রিকা হল ‘আল- হিলাল’ ও ওনার লেখা একটি বিখ্যাত বই হল ইন্ডিয়া উইনস ফ্রিডম (India wins Freedom)।

2 comments

আপনার মতামত জানান