সববাংলায়

আজকের দিনে | ২৪ এপ্রিল

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৪ এপ্রিল ।

বিশেষ দিবস :

২৪ এপ্রিল – জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস (ভারত)

আজকের দিনে ভারত :

১৫৭১ সালের আজকের দিনে মারোয়ার সাম্রাজ্যের রাজা সুর সিংহের জন্ম হয়। তাঁর বোন ছিলেন সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় স্ত্রী এবং শাহজাহানের মা।

১৯৭২ সালের আজকের দিনে বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের মৃত্যু হয়।

১৯৭৩ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকারের জন্ম হয়।

১৯৭৩ সালের আজকের দিনে প্রমোদ পাণ্ডুরাম সাওয়ান্তের জন্ম হয়। তিনি গোয়ার একাদশতম মুখ্যমন্ত্রী।

১৮৮৮ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ, স্বাধীনতা সংগ্রামী এবং ১৯৫০ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত আসামের মুখ্যমন্ত্রী বিষ্ণুরাম মেধীর জন্ম হয়।

১৯০৪ সালের আজকের দিনে ভায়োলেট আল্ভার জন্ম হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা উকিল যিনি হাইকোর্টে হাজিরা দিয়েছিলেন।

২০১১ সালের আজকের দিনে হিন্দু ধর্মগুরু সত্য সাঁই বাবার মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৫০ সালের আজকের দিনে  বাংলাদেশী চলচ্চিত্র পরিচালককাজী মোর্শেদের জন্ম হয়।

১৯৫৪ সালের আজকের দিনে রাজশাহী জেলে নির্বিচারে গুলি চালিয়ে সহ ৭ জন রাজবন্দীকে নির্মমভাবে হত্যা করা হয়। নিহতের মধ্যে ছিলেন রাজবন্দী কম্পরাম সিং এবং আনোয়ার হোসেন।

১৯৭৬সালের আজকের দিনে বাংলাদেশী গায়ক এবং সুরকার প্রীতম আহমেদের জন্ম হয়।

আরও পড়ুন:  আজকের দিনে | ১ মে

২০০৬ সালের আজকের দিনে মানবাধিকার নেত্রী নাসরীন পারভীন হকের মৃত্যু হয়।

২০০৬ সালের আজকের দিনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণপ্রাপ্ত বিমান ভেঙ্গে পড়ে।

২০১৩ সালের আজকের দিনে বিশ্বের ইতিহাসে ৩য় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসেবে বাংলাদেশের সাভারে রানা প্লাজা বহুতলটি ধসে পড়ে। ফলে ১১৭৫ জন শ্রমিক নিহত এবং ২০০০-এর বেশি আহত হয়।

 আজকের দিনে বিশ্ব :

১০৬১ সালের আজকের দিনে হ্যালির ধূমকেতু পরিলক্ষিত হয় ইংল্যান্ডের আকাশে।

১২৭১ সালের আজকের দিনে বিখ্যাত পর্যটক মার্কো পোলো তাঁর ইতিহাস প্রসিদ্ধ এশিয়া সফর সূচনা করেন।

১৭৪৩ সালের আজকের দিনে শক্তিচালিত তাঁত কারখানার উদ্ভাবক এডমন্ড কার্টরাইট জন্মগ্রহণ করেন।

১৭৬২ সালের আজকের দিনে প্রুশিয়া ও রাশিয়া শান্তিচুক্তি সাক্ষর করে।

১৮৯৮ সালের আজকের দিনে স্পেন আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯১২ সালের আজকের দিনে ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতা আন্দোলন শুরু করে।

১৯১৬ সালের আজকের দিনে ইংরেজ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডে গণ-অভ্যুত্থান সংগঠিত হয়।

১৯২৬ সালের আজকের দিনে যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয় ।

১৯৪৫ সালের আজকের দিনে সোভিয়েত বাহিনী বার্লিনে ঢোকে।

১৯৭০ সালের আজকের দিনে জাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়।

« আজকের দিনে | ২৩ এপ্রিল   আজকের দিনে | ২৫ এপ্রিল »
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

চৈতন্যদেবের অসামান্য জীবনী দেখুন

চৈতন্য জীবনী

ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করুন