কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ এপ্রিল।
বিশেষ দিবসঃ
বিশ্ব ম্যালেরিয়া দিবস।
আজকের দিনে ভারতঃ
১৭৪৩ সালের আজকের দিনে মেওয়ার রাজ্যের মহারাণা দ্বিতীয় রাজ সিংহের জন্ম হয়।। তিনি দ্বিতীয় মহারাণা প্রতাপ সিংহের পুত্র ছিলেন।
১৯২২ সালের আজকের দিনে সাধু এবং দার্শনিক স্বামী কৃষ্ণানন্দ সরস্বতীর জন্ম হয়।
১৯৫১ সালের আজকের দিনে বিশিষ্ট সমাজসেবী অবলা বসুর মৃত্যু হয়।
১৯৬৮ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীত শিল্পী বড়ে গুলাম আলী খানের মৃত্যু হয়।
১৯৬৯ সালের আজকের দিনে ভারতীয় ফুটবল খেলোয়াড় আই এম বিজয়নের জন্ম হয়।
১৯৭৩ সালের আজকের দিনে বিপ্লবী বিনোদচন্দ্র চক্রবর্তীর মৃত্যু হয়।
১৯৭৫ সালের আজকের দিনে বাঙালি কথাসাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৮৭ সালের আজকের দিনে ভারতীয় গায়ক অরিজিৎ সিং-এর জন্ম হয় ।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৫৯ সালের আজকের দিনে বংশোদ্ভূত কানাডার কেমিক্যাল ইঞ্জিনিয়ার অমিত চাকমার জন্ম হয়।
১৯৪৬ সালের আজকের দিনে সাংবাদিক হাসান শাহরিয়ারের জন্ম হয়।
১৯৯৬ সালের আজকের দিনে ক্রিকেটার শাহানুর রহমানের জন্ম হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৫৯৯ সালের আজকের দিনে ব্রিটিশ রাজনীতিবিদ ও সামরিক নেতা অলিভার ক্রমওয়েলের জন্ম হয়।
১৭৪৪ সালের আজকের দিনে সুইডেনের বিজ্ঞানী অ্যান্ডার্স সেলসিয়াসের মৃত্যু হয়।
১৭৯২ সালের আজকের দিনে প্যারিতে প্রথম গিলেটিন হয়েছিল।
১৮৪৮ সালের আজকের দিনে ইংল্যান্ডের ক্রিকেটার টম আর্মিটেজের জন্ম হয়।
১৮৫৯ সালের আজকের দিনে সুয়েজ খাল খননের কাজ সূচনা হয়েছিল।
১৮৭২ সালের আজকের দিনে ইংল্যান্ডের ক্রিকেটার চার্লস বার্জেস ফ্রাই-এর জন্ম হয়।
১৮৮৬ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার ক্রিকেটার চার্লস কেলেওয়ের জন্ম হয়।
১৯০০ সালের আজকের দিনে অস্ট্রীয় পদার্থবিজ্ঞানী ভোল্ফগাং পাউলির জন্ম হয়।
১৯১৫ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে গেলিপলির যুদ্ধ সূচনা হয়েছিল।
১৯২৭ সালের আজকের দিনে অ্যাস্টেরিক্স কমিকস্ নির্মাতা অ্যালবার্ট উদেরজো জন্মগ্রহণ করেন।
১৯৩০ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রয় মার্শালের জন্ম হয়।
১৯৬৪ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও ক্রিকেট কোচ জেমি সিডন্সের জন্ম হয়।
১৯৬৬ সালের আজকের দিনে ভুমিকম্পে তাসখন্দ শহর ধ্বংস হয়েছিল।
১৯৮০ সালের আজকের দিনে নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রুস মার্টিনের জন্ম হয়।
১৯৮৯ সালের আজকের দিনে ঘুষ কেলেঙ্কারিতে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন।
2 comments