২১ নভেম্বর

আজকের দিনে ।। ২১ নভেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ নভেম্বর                

বিশেষ দিবসঃ

 বিশ্ব টেলিভিশন দিবস।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

আজকের দিনে ভারতঃ  

১৯০৮ সালের আজকের দিনে বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুকে ফাঁসি দেওয়া হয়।

১৯৪৫ সালের আজকের দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দীদের মুক্তির দাবিতে কলকাতা ছাত্র শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।

১৯৪৭ সালের আজকের দিনে স্বাধীন ভারতে প্রথম ডাকটিকিট প্রবর্তিত হয়।

১৯৬২ সালের আজকের দিনে চীন-ভারতের যুদ্ধবিরতি ঘটে।

১৯৭০ সালের আজকের দিনে পরলোক গমন করেন চন্দ্রশেখর ভেঙ্কট রামন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

১৯৭৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন পুণ্যলতা চক্রবর্তী, তিনি ছিলেন শিশু সাহিত্যিক।

আজকের দিনে বাংলাদেশ    

১৮৪১ সালের আজকের দিনে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছিলো।

১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন কবির বকুল, তিনি বাংলাদেশের গীতিকার।

আজকের দিনে বিশ্ব – 

১২৭২ সালের আজকের দিনে প্রিন্স এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হন।

১৬৯৪ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন ভলতেয়ার, তিনি ছিলেন ফরাসি লেখক ও দার্শনিক।

১৭৮৩ সালের আজকের দিনে মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।

১৭৯১ সালের আজকের দিনে কর্নেল নেপোলিয়ন বোনাপার্ট জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে ফ্রান্সের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ নিযুক্ত হন। 

১৮০৬ সালের আজকের দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারী করা হয়েছিল।

১৮৭৭ সালের আজকের দিনে বিজ্ঞানী এডিসন তাঁর ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন। যেটি দিয়ে রেকর্ড করা যায় এবং শোনা যায়।

১৯৭৯ সালের আজকের দিনে উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।

১৯৯৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন বিল বিক্সবয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯৯৪ সালের আজকের দিনে নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজিরিয়া ত্যাগ করেন।

১৯৯৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন আব্দুস সালাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানী  পদার্থবিজ্ঞানী।

« আজকের দিনে ।। ২০ নভেম্বরআজকের দিনে ।। ২২ নভেম্বর »

2 comments

  1. ১৯৯৫ সালের আজকের দিনে অভিনেতা ও নেপথ্য সঙ্গীত শিল্পী সবিতাব্রত দত্ত প্রয়াত হন।
    ১৬৯৪ সালে ফরাসি আলোকময় যুগের লেখক প্রাবন্ধিক ও দার্শনিক ভলতেয়ার জন্ম গ্রহণ করেন ।

আপনার মতামত জানান