কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৭ জানুয়ারি।
বিশেষ দিবসঃ আন্তর্জাতিক হত্যাকান্ড স্মরণ দিবস।
আজকের দিনে ভারতঃ
১৭৮২ সালের এই দিনে ওয়াহাবি আন্দোলনের বিশিষ্ট নেতা তিতুমীর তথা সৈয়দ মীর নিসার আলীর জন্ম হয়।
১৯০৫ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বাঙালি রাজনীতিবিদ আবুল হাশিমের জন্ম হয়।
১৯১৭ সালের এই দিনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভীর মৃত্যু হয়।
১৯২১সালের এই দিনে ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়, যা স্বাধীনতার পরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামে পরিচিত হয়।
২০০৯ সালের এই দিনে ভারতের অষ্টম রাষ্ট্রপতি আর. ভেঙ্কটরমনের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
২০০৫ সালের এই দিনে বাংলাদেশের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৮২০ সালের এই দিনে ফ্যাবিয়েন গটলিয়েব ভন বেলিংশাউসেন এবং মিখাইল লাজারেভের নেতৃত্বে পরিচালিত প্রথম রাশিয়ান আন্টার্কটিক অভিযান আন্টার্কটিকার ভূখন্ডকে আবিষ্কার করে।
১৮৮০ সালের এই দিনে থমাস আলভা এডিসন বৈদ্যুতিক বাতির বাণিজ্যিক পেটেন্ট করেন।
১৮৮৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি তে ন্যাশানাল জিওগ্রাফিক সোসাইটির প্রতিষ্ঠা হয়।
১৯২৪ সালের এই দিনে লেনিনের দেহ রাশিয়ায় মস্কোর রেড স্কোয়্যারে সমাধিতে স্থান পায়।
১৯৪২ সালের এই দিনে বিশিষ্ট লোকসংগীত শিল্পী কেট উলফ্ জন্মগ্রহণ করেন।
১৯৪৪ সালের এই দিনে সোভিয়েত রাশিয়ার সৈন্যরা অবশেষে স্থায়ীভাবে লেনিনগ্রাদ অবরোধ ভঙ্গ করতে সক্ষম হয়।
১৯৭৩ সালের এই দিনে ফ্রান্সের প্যারিসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ভিয়েতনাম যুদ্ধের পরিসমাপ্তি ঘটে।
১৯৮৪ সালের এই দিনে সংগীত জগতের বিখ্যাত পপতারকা মাইকেল জ্যাকসন পেপসি কোম্পানির একটি বাণিজ্যিক বিজ্ঞাপনে অভিনয় করার সময় পুড়ে যান।
১৯৯৬ সালের এই দিনে জার্মানি আন্তর্জাতিক হত্যাকান্ড স্মরণ দিবস পালন করে।
২০০২ সালের এই দিনে নাইজেরিয়ার লেগোস শহরে সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে এগারোশো জন নিহত এবং প্রায় কুড়ি হাজার লোক গৃহহারা হয়।
২০০৪ সালের এই দিনে বাংলা উইকিপিডিয়ার যাত্রা শুরু হয়।
২০০৬ সালের এই দিনে ওয়েস্টার্ন ইউনিয়ন টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং পরিষেবা বন্ধ করে দেয়।
২০০৮ সালের এই দিনে ইন্দোনেশিয়ার ২য় রাষ্ট্রপতি সুহার্ত পরলোক গমন করেন।
২০১৪ সালের এই দিনে টিউনেশিয়ার জাতীয় সংবিধান সভা নতুন সংবিধান পাস করে।
তথ্যসূত্র
- https://www.mapsofindia.com/
- http://www.thepeoplehistory.com/january27th.html
- https://www.onthisday.com/events/january/27
- https://bn.m.wikipedia.org/wiki/২৭_জানুয়ারি
