আজকের দিনে জানুয়ারি ২৬

আজকের দিনে ।। ২৬ জানুয়ারি

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৬ জানুয়ারি।

বিশেষ দিবসঃ

প্রজাতন্ত্র দিবস (ভারত)।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

আন্তর্জাতিক শুল্ক দিবস।

আজকের দিনে ভারতঃ

 ১৯৩০ সালে আজকের দিনটিকে ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করেছিল।

১৯৫০ সালের আজকের দিনে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরের মধ্য দিয়ে ভারতীয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয় । তাই এই তারিখটি ভারতে ‘প্রজাতন্ত্র দিবস’ হিসেবে পালিত হয়। এই একই দিনে ড.রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

১৯৫৭ সালের আজকের দিনে ভারত কাশ্মীরকে তার সীমানার মধ্যে অন্তর্ভূক্ত করে।

১৯৬৫ সালের আজকের দিনে  ভারতের কেন্দ্রীয় সরকারের সরকারি ভাষা হিসেবে হিন্দি স্বীকৃতি পায়।

১৯৬৯ সালের আজকের দিনে বাঙালি ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুরের জন্ম হয়।

২০০১ সালের আজকের দিনে গুজরাটে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় কুড়ি হাজার মানুষের মৃত্যু হয়।

২০১৮ সালের আজকের দিনে প্রবাদপ্রতীম বাঙালি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

 ১৯৫২ সালের আজকের দিনে পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার (তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভূক্ত) পল্টন ময়দানে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সাইপ্রাস, হাঙ্গেরী, নিউজিল্যান্ড ও ফিজি।

আজকের দিনে বিশ্বঃ

১৬৯৭ সালের আজকের দিনে আইজ্যাক নিউটন জাঁ বার্নৌলির থেকে ৬ মাসের মধ্যে সমাধান করতে হবে, এমন একটি সমস্যা পান, যা তিনি ওই দিনই রাতে ঘুমোতে যাবার আগে সমাধানও করে ফেলেন।

১৮২৩ সালের আজকের দিনে জীববিজ্ঞানী এডওয়ার্ড জেনারের মৃত্যু হয়।

১৮৯১ সালের আজকের দিনে বিশিষ্ট লেখক এবং কবি অস্কার ওয়াইল্ডের ‘ডাচেস অফ পাডুয়া’ নাটকটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম অভিনীত হয়।

১৯০৫ সালের আজকের দিনে পৃথিবীর সর্ববৃহৎ হীরেটি দক্ষিন আফ্রিকার প্রিটোরিয়ার নিকট প্রিমিয়ার খনি থেকে উদ্ধার করা হয়।

১৯২৪ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস জেউট্র ৫০০ মিটার তীরন্দাজিতে শীতকালীন অলিম্পিকের প্রথম স্বর্ণপদক অর্জন করেন।

১৯২৬ সালের আজকের দিনে টেলিভিশনের আবিষ্কর্তা জন লোগিয়ে বায়ার্ড তাঁর লন্ডনের গবেষণাগারে প্রথম জনগণের উদ্দেশ্যে টেলিভিশনের প্রদর্শন করেন।

১৯৩২ সালের আজকের দিনে ব্রিটিশ সাবমেরিন এম-২ ইংলিশ চ্যানেলে ডুবে যাওয়ায় ষাটজন মানুষের মৃত্যু হয়।

১৯৩৪ সালের আজকের দিনে নাৎসি জার্মানি ও পোল্যান্ড দশ বছরের জন্য অনাক্রমণ চুক্তিতে স্বাক্ষর করে।

১৯৯৩ সালের আজকের দিনে ওয়েস্ট ইন্ডিজ অ্যাডিলেডে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

২০০৪ সালের আজকের দিনে আফগানিস্তানের. রাষ্ট্রপতি হামিদ কারজাই দেশের নতুন সংবিধানে স্বাক্ষর করেন।

২০০৫ সালের আজকের দিনে কনডোলেজ্জা রাইস প্রথম আফ্রো-আমেরিকান মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রসচিব পদে আসীন হন।

২০১৫ সালের আজকের দিনে লিবি লেন ইংল্যান্ডের চার্চের প্রথম মহিলা বিশপ হিসেবে নিযুক্ত হন।

« আজকের দিনে ।। ২৫ জানুয়ারিআজকের দিনে ।। ২৭ জানুয়ারি »

One comment

আপনার মতামত জানান