২৯ অক্টোবর

আজকের দিনে ।। ২৯ অক্টোবর

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৯ অক্টোবর  

বিশেষ দিবসঃ

 বিশ্ব স্ট্রোক দিবস। 

আজকের দিনে ভারতঃ  

১৮৫১ সালের আজকের দিনে ‘ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’ প্রতিষ্ঠিত হয়।

১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অনাথবন্ধু পাঁজা, তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী ।

১৯৩৯ সালের আজকের দিনে হাংরি আন্দোলনের প্রতিষ্ঠাতা মলয় রায়চৌধুরীর জন্ম জন্ম হয়। 

১৯৭৪ সালের আজকের দিনে জর্জ ফোরম্যানকে পরাজিত করে মোহাম্মাদ আলী শ্রেষ্ঠ বিশ্ব মুষ্টিযোদ্ধা খেতাব অর্জন করেন। 

আজকের দিনে বাংলাদেশ    

১৯৪১ সালের আজকের দিনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্ম হয়। 

২০০৬ সালের আজকের দিনে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।

২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন শেখ সালাহউদ্দিন আহমেদ, তিনি ছিলেন বাংলাদেশী ক্রিকেটার।

আজকের দিনে বিশ্ব – 

১৮৭৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন উইলফ্রেড রোডস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও কোচ।

১৯০৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেনরি গ্রীন, তিনি ছিলেন ইংরেজ লেখক।

১৯২৩ সালের আজকের দিনে কামাল পাশার নেতৃত্বে তুরস্ক স্বাধীনতা লাভ করে। 

১৯৪৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রবার্ট সার্ভিস, তিনি ইংরেজ ঐতিহাসিক।

১৯৪৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন জর্জ গার্দিজিয়েফ, তিনি ছিলেন আর্মেনিয় ফরাসি সন্ন্যাসী, মনোবৈজ্ঞানিক ও দার্শনিক। 

১৯৭১ সালের আজকের দিনে পরলোক গমন করেন আর্নে ভিলহেল্ম কাউরিন টিসেলিয়ুস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ প্রাণরসায়নী।

১৯৭১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যাথু হেডেন, তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৮৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন মিমিস ফোটোপুলোস, তিনি ছিলেন গ্রিক অভিনেতা, গায়ক ও একাডেমিক। 

১৯৯৮ সালের আজকের দিনে ব্রিটিশ কবি টেড হিউজ পরলোক গমন করেন। 

১৯৯৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন গ্রেগ, তিনি ছিলেন বেলজিয়ান লেখক ও চিত্রকর।

২০১৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন গ্রাহাম স্টার্ক, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

« আজকের দিনে ।। ২৮ অক্টোবরআজকের দিনে ।। ৩০ অক্টোবর »

তথ্যসূত্র


 

One comment

আপনার মতামত জানান