২৯ ডিসেম্বর

আজকের দিনে ।। ২৯ ডিসেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৯ ডিসেম্বর

আজকের দিনে ভারতঃ

১৮৪৪ সালের আজকের দিনে আইনজ্ঞ ও ভারতের জাতীয়তাবাদী নেতা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

১৮৭৩ সালের আজকের দিনে সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা দেবী চৌধুরানী জন্মগ্রহণ করেন।

১৯১৮ সালের আজকের দিনে সাহিত্যিক অজিত কুমার চক্রবর্তী পরলোক গমন করেন।

১৯৩০ সালের আজকের দিনে স্যার মো: ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মানের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।

১৯৪২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রাজেশ খান্না, তিনি ভারতীয় ফিল্ম তারকা।

১৯৪৯ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেট খেলোয়ার সৈয়দ কিরমানি জন্মগ্রহণ করেন।

আজকের দিনে বাংলাদেশ

১৮৬৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।

১৯১৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন, তিনি ছিলেন বাংলাদেশী প্রখ্যাত চিত্র শিল্পী।

১৯৯৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন মোনাজাতউদ্দিন, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক।

২০০৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন সালমা সোবহান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক ও মানবাধিকারকর্মী।

আজকের দিনে বিশ্ব

১৮০০ সালের আজকের দিনে ভালকানাইজড রাবারের উদ্ভাবক চার্লস গুডইয়ার জন্মগ্রহণ করেন।

১৮২৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন জ্যাক-লুই ডেভিড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।

১৮৬০ সালের আজকের দিনে ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচ.এম.এস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।

১৮৯০ সালের আজকের দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।

১৯১০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রোনাল্ড কোসে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ, লেখক ও অধ্যাপক।

১৯১১ সালের আজকের দিনে খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ করে।

১৯২৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কার্ল স্পিটেলের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইস কবি।

১৯৬০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ডেভিড বুন, তিনি অস্ট্রোলিয়ান ক্রিকেটার।

১৯৭২ সালের আজকের দিনে মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।

২০১২ সালের আজকের দিনে মৃত্যুবরণ টনি গ্রেগ, তিনি ছিলেন ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।

২০২২ সালের আজকের দিনে কিংবদন্তি ফুটবলার পেলের মৃত্যু হয়।

« আজকের দিনে ।। ২৮ ডিসেম্বরআজকের দিনে ।। ৩০ ডিসেম্বর »

4 comments

  1. অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা চাইছি। আর অবশ্যই ধন্যবাদ জানাই আপনাকে ।

আপনার মতামত জানান