সববাংলায়

আজকের দিনে ।। ১১ মার্চ

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ মার্চ ।

আজকের দিনে ভারত :

১৩৯৯ সালের আজকের দিনে তৈমুর লঙ সিন্ধুনদ অতিক্রম করে ভারতে আসেন।

১৬৬৫ সালের আজকের দিনে সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারাশুখো-র জন্মবার্ষিকী।

১৭৮৪ সালের আজকের দিনে মহীশুরে টিপু সুলতানের সাথে ইংরেজদের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৭৯৫ সালের আজকের দিনে কুর্দলার যুদ্ধে মারাঠাদের কাছে মোগল বাহিনী পরাজিত হয়।

১৮১২ সালের আজকের দিনে মার্শম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকান্ডে ভস্মীভূত হয়।

১৮৪০ সালের আজকের দিনে কবি, গণিতজ্ঞ,দার্শনিক ও সঙ্গীতপ্রিয় মানুষ দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়। তিনি ছিলেন ঠাকুর পরিবারের দেবেন্দ্রনাথ ঠাকুরের বড় ছেলে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অগ্রজ।

১৮৬৯ সালের আজকের দিনে শিবাজি রাও এর পুত্র সম্ভাজি রাও এর পরলোক গমন করেন।

১৮৮৬ সালের আজকের দিনে ভারতের প্রথম মহিলা চিকিৎসকদের মধ্যে একজন  আনন্দিবাই গোপালরাও জোশী  আমেরিকা পেনসিলভানিয়া থেকে তার মেডিকেল শিক্ষা সম্পন্ন করেন তথা ডাক্তারি স্নাতক হন। তিনি ভারতের প্রথম মহিলা চিকিৎসক যিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল শিক্ষা সম্পন্ন করেন ।

১৯১৫ সালের আজকের দিনে ভারতীয় ত্রিকেটার বিজয় হাজারে জন্মগ্রহণ করেন যিনি এক সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।

১৯১৮ সালের আজকের দিনে ইন্দিরা দেবী জন্মগ্রহণ করেন যিনি একজন প্রখ্যাত শিশুসাহিত্যিক ।

আরও পড়ুন:  আজকের দিনে ।। ৩১ অক্টোবর

১৯১৯ সালের আজকের দিনে  বিখ্যাত বাঙালি কৌতুক লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরলোক গমন করেন ।

১৯৩৯ সালের আজকের দিনে  পশ্চিমবঙ্গের বাংলাভাষায় সাহিত্য আকাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত সাহিত্যিক বাণী বসু জন্মগ্রহণ করেন  ।

১৯৩৯ সালের আজকের দিনে কোয়ান্টাম তত্ত্বের উপরে গবেষণার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকা ভারতীয় বিজ্ঞানী রামামূর্তি রাজারামনের জন্ম হয়।

১৯৮০ সালের আজকের দিনে চন্দ্র ভানু গুপ্ত পরলোক গমন করেন।  তিনবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন ইনি।একাধারে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন এবং স্বাধীনতার পর তাঁর স্বদেশে সামাজিক ও সাংস্কৃতিক উন্নতিতে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।

১৯৯২ সালের আজকের দিনে পাঞ্জাবে শিখ জঙ্গীদের হাতে ১৭ হিন্দু শ্রমিক নিহত হন।

১৯৯৪ সালের আজকের দিনে সুপ্রিম কোর্টের নয়জন বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত এস আর বোম্মাই বনাম ভারত মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেছিল।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৪৮ সালের আজকের দিনে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে সরকারি ভাষার মর্যাদা না দেওয়ায় পূর্ব বাংলায় সাধারণ ধর্মঘট পালিত হয়। পুলিশ ৬৯ জনকে গ্রেপ্তার করে।

১৯৪৯ সালের আজকের দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব বাংলায় রাষ্ট্রভাষা দিবস পালিত হয়।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় গ্রিস।

১৯৯১ সালের আজকের দিনে ভাষা আন্দোলনের অন্যতম নেতা অধ্যক্ষ আবুল কাশেম পরলোক গমন করেন।।

 আজকের দিনে বিশ্ব :

৫৩৭ সালের আজকের দিনে গথ জাতিরা রোম অবরোধ করে।

৮৪৩ সালের আজকের দিনে মূর্তি পূজা আনুষ্ঠানিকভাবে কনস্ট্যান্টিনোপলে হাজিয়া সোফিয়া ক্যাথেড্রালে পুনরায় প্রতিষ্ঠিত হয়।

৯২৮ সালের আজকের দিনে দ্বিতীয় ক্রোয়েশীয় সিংহাসন সফলভাবে দখল করেন।

১৩৮৭ সালের আজকের দিনে কাস্তাগারোর যুদ্ধ শুরু হয়।

১৪২৫ সালের আজকের দিনে  মিশরীয় ফেরাউন থুতমোস তৃতীয় পরলোক গমন করেন (১৮তম রাজবংশের নিম্ন ক্রিয়াকাণ্ড অনুসারে)।

আরও পড়ুন:  আজকের দিনে ।। ৯ জুন

১৫০২ সালের আজকের দিনে সালে সাফভিদ রাজবংশের প্রতিষ্ঠাতা পার্সিয়ার শাহ প্রথম ইসমাইলের অভিষেক হয় (15২4 সাল পর্যন্ত শাসন করেন)

১৫১৩ সালের আজকের দিনে পোপ লিও এক্স নির্বাচিত হন।

১৫৬৭ সালের আজকের দিনে গিউজেন সেনাবাহিনী ওলেস্টেয়েল ফিরে যাওয়ার জন্য ওয়ালচেইন ছেড়ে যায়।

১৫৯৭ সালের আজকের দিনে আর্চডুক অ্যালব্রেট ফ্রান্সের আমিয়েন্স দখল করে।

১৬৪২ সালের আজকের দিনে ফ্রেন্ডস (ফরাসি বিদ্রোহী) এবং ফরাসি সরকার রাউলের ​​শান্তি স্বাক্ষর করে।

১৬৬৯ সালের আজকের দিনে সালে ইতালির এটনা আগ্নেয়গিরির বিস্ফোরণে  ১৫০০০ জন প্রাণ হারায়।

১৭০২ সালের আজকের দিনে প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা দ্য কোরান্ট প্রকাশিত হয় ।

১৭৪৪ সালের আজকের দিনে ইংরেজ নিলাম সংস্থা সদবি তার সর্বকালের সর্বনিম্ন নিলাম (বইয়ের) করে।

১৭৫৯ সালের আজকের দিনে ইংরেজ জেনারেল জন ফোর্বস পরলোক গমন করেন।

১৭৮৭ সালের আজকের দিনে রুশ জেনারেল আইজাক নবোকভ মৃত ঘোষিত হন।

১৮০৭ সালের আজকের দিনে ফরাসী চিত্রশিল্পী লুই বুলাঝেঁ চিরবিদায় নেন।

১৮০৯ সালের আজকের দিনে ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলি পরলোক গমন করেন।

১৮২৩ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম সাধারণ স্কুল চালু হয়।

১৮২৯ সালের আজকের দিনে জোহান সেবাস্তিয়ান বাখের “সেন্ট ম্যাথিউ প্যাসিয়ন” বার্লিনে পরিচালিত ২০ বছর বয়সী ফেলিক্স মেন্ডেলসন দ্বারা নতুন রূপ দেওয়া হয়।

১৮৬২ সালের আজকের দিনে সালে আব্রাহাম লিংকন জর্জ ম্যাকল্লেন জেনারেল-ইন-চীফকে অপসারণ করেন।

১৮৬৪ সালের আজকের  ইংল্যান্ডে সর্বকালের অন্যতম মনুষ্য নির্মিত বিপর্যয় বন্যায় শেফিল্ডে ২৫০ জন প্রাণ হারান।

১৯১১ সালের আজকের দিনে রোকেয়া সাখাওয়াত হোসেন তাঁর পরলোকগত স্বামীর নামে সাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন।

১৯১৭ সালের আজকের দিনে বৃটিশ বাহিনীর বাগদাদ দখল করে।

১৯১৮ সালের আজকের দিনে মস্কো রাশিয়ার রাজধানী হয়।

১৯২০ সালের আজকের দিনে আমির ফয়সল নিজেকে সিরিয়ার রাজা ঘোষণা করেন।

আরও পড়ুন:  আজকের দিনে ।। ২ জুন

১৯৩১ সালের আজকের দিনে বিখ্যাত জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউ পরলোক গমন করেন।

১৯৩৫ সালের আজকের দিনে ব্যাংক অব কানাডা চালু হয়।

১৯৩৮ সালের আজকের দিনে জার্মান বাহিনী অস্ট্রিয়ায় অনুপ্রবেশ করে।

১৯৪০ সালের আজকের দিনে যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।

১৯৪৯ সালের আজকের দিনে দৈনিক পাকিস্তান অবজারভার (পরে বাংলাদেশ অবজারভার) প্রকাশিত হয়।

১৯৫৫ সালের আজকের দিনে নোবেল বিজয়ী স্কটিশ অণুজীব বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এর মৃত্যু হয়।

১৯৬৬ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্নো সেনাবাহিনীর জেনারেল সুহার্তোর কাছে ব্যাপক ক্ষমতা অর্পণে বাধ্য হন। পরে সুকর্নোকে সরিয়ে সুহার্তো নিজেই প্রেসিডেন্ট হন।

১৯৭৪ সালের আজকের দিনে সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।

১৯৭৭ সালের আজকের দিনে মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করায় ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ২৫ বছরের সামরিক চুক্তি বাতিল করে।

১৯৭৯ সালের আজকের দিনে সেন্ট্রাল ট্রিটি অরগানাইজেশন বা সেন্টো থেকে ইরান নিজের নাম প্রত্যাহার করে নেয়।

১৯৯০ সালের আজকের দিনে লিথুনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯৪ সালের আজকের দিনে এদুয়ার্দো ফ্রেই চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন।

২০০০ সালের আজকের দিনে ইউক্রেনে কয়লা খনিতে বিস্ফোরণে ৮১ শ্রমিক নিহত হন।

২০০৪ সালের আজকের দিনে স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি স্টেশনে ১০টি বোমা বিস্ফোরণে ১৯১ জন নিহত এবং দুই হাজারের বেশি আহত হয়।

২০০৬ সালের আজকের দিনে হেগে অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচের মৃত্যু হয়।

২০১৫ সালের আজকের দিনে মার্কিন-কিউবা সরাসরি টেলিযোগাযোগ প্রতিষ্ঠিত হয় ৷

« আজকের দিনে ।। ১০ মার্চআজকের দিনে ।। ১২ মার্চ »
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

চৈতন্যদেবের অসামান্য জীবনী দেখুন

চৈতন্য জীবনী

ভিডিওটি দেখতে ছবিতে ক্লিক করুন