কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩১ অক্টোবর
আজকের দিনে ভারতঃ
১৮৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সর্দার বল্লভভাই পটেল, তিনি ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তাকে ভারতের লৌহমানব বলা হয়।
১৯২০ সালের আজকের দিনে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬ সালের আজকের দিনে কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়।
১৯৬৬ সালের আজকের দিনে বিশিষ্ট সাঁতারু মিহির সেন পানামা খাল অতিক্রম করেন।
১৯৭৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন শচীন দেব বর্মন, তিনি ছিলেন প্রখ্যাতসঙ্গীত শিল্পী।
১৯৮৪ সালের আজকের দিনে নিজের দেহরক্ষীর গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
২০০৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন অমৃতা প্রীতম, তিনি ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত ভারতীয় লেখক ও কবি।
আজকের দিনে বাংলাদেশ
১৯৭২ সালের আজকের দিনে ঢাকায় মেজর (অবঃ) এম এ জলিল এবং আসম রবের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ ) গঠিত হয়।
১৯৯০ সালের আজকের দিনে ঢাকা শহরে সম্প্রদায়িক দাঙ্গা-কারফিউ জারি হয়।
আজকের দিনে বিশ্ব –
১৭৪৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন লিওনার্দো লিও, তিনি ছিলেন ইতালীয় সুরকার।
১৭৯৫ সালের আজকের দিনে ইংরেজ কবি জন কিটস জন্মগ্রহণ করেন।
১৯১৮ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র আর জাপানের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত একটি পরিসংখ্যাণ অনুযায়ী, সারা বিশ্বে সে বছরে ব্যাপক ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দুই লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে।
১৯২৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জন পোপলে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ।
১৯২৬ সালের আজকের দিনে পরলোক গমন করেন হ্যারি হুডিনি, হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান জাদুগর।
১৯৪৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কিংকি ফ্রিড্ম্যান, তিনি নামকরা মার্কিন সঙ্গীত শিল্পী, গীতিকার, লেখক, রাজনীতিবিদ ও কলাম লেখক।
১৯৫৮ সালের আজকের দিনে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরষ্কার প্রত্যাখ্যান করেন।
১৯৬০ সালের আজকের দিনে পরলোক গমন করেন এইচ. এল. ডেভিস, তিনি ছিলেন আমেরিকান লেখক ও কবি।
১৯৬৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন দুঙ্গা, তিনি ব্রাজিলীয় ফুটবলের সাবেক মধ্যমাঠের রক্ষণাত্মক খেলোয়াড় ছিলেন।
১৯৭৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গুটি, তিনি স্প্যানিশ ফুটবলার।
১৯৮০ সালের আজকের দিনে লন্ডনের ইভনিং নিউজ পত্রিকায় ‘বিদায় লন্ডন’ শিরোনামে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। যার ফলে এই শতাধিক ইতিহাস সম্পন্ন পত্রিকার বন্ধ হয়ে যায়। অব্যবস্থাপনার কারণে এই পত্রিকা অভুতপূর্ব আথির্ক সংকটে পড়ে।
তথ্যসূত্র
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/October_31
- http://www.bornglorious.com/birthday/?ct=/m/0162b&pd=09
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A9%E0%A7%A7-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
One comment