কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ ডিসেম্বর
আজকের দিনে ভারতঃ
১৮২৬ সালের আজকের দিনে রাজা রনজিত সিংয়ের বিরুদ্ধে সৈয়দ আহমদ বেলভী যুদ্ধ ঘোষণা করেন।
১৮২৭ সালের আজকের দিনে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৫২ সালের আজকের দিনে উপমহাদেশে সাইফুদ্দিন কিসলু প্রথম লেনিন শান্তি পুরস্কার পান।
১৯৬৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গোবিন্দ, তিনি ভারতীয় অভিনেতা, গায়ক ও রাজনীতিবিদ।
২০১১ সালের আজকের দিনে অন্যতম ভারতীয় বিজ্ঞানী পি.কে.আয়েঙ্গার পরলোক গমন করেন।
আজকের দিনে বাংলাদেশ
১৮৫৪ সালের আজকের দিনে মরমী কবি হাছন রাজা জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের আজকের দিনে পাকহানাদার বাহিনী মুক্ত হয় নাটোর জেলা।
১৯৮২ সালের আজকের দিনে প্রাবন্ধিক, নন্দনতাত্ত্বিক আবু সয়ীদ আইয়ুব পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব –
১৪০১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মাসাকিও, তিনি ছিলেন ইতালীয় চিত্রশিল্পী।
১৭৬২ সালের আজকের দিনে জেমস কুক এলিজাবেথ বাটসকে বিয়ে করেন।
১৭৮৮ সালের আজকের দিনে হু তে সং ভিয়েতনামের রাজা হন।
১৮৪৯ সালের আজকের দিনে প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়।
১৮৯০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হারমান জোসেফ মুলার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জেনেটিসিস্ট ও জীববিজ্ঞানী।
১৮৯৮ সালের আজকের দিনে বিজ্ঞানী পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৩ সালের আজকের দিনে সংবাদপত্র নিউইয়র্ক ওয়ার্ল্ড সর্ব প্রথম শব্দ ধাঁধা প্রকাশ করে।
১৯১৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হাইনরিশ বোল্, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান সৈনিক ও লেখক।
১৯৬০ সালের আজকের দিনে পরলোক গমন করেন এরিক টেম্পল বেল, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
১৯৬৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন জ্যাক হবস, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার ও সাংবাদিক।
১৯৬৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কিফের সদারল্যান্ড, তিনি ইংরেজ বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
১৯৬৯ সালের আজকের দিনে অ্যাপোলো-৮ উৎক্ষেপণের ফলে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়।
১৯৮৭ সালের আজকের দিনে ম্যানলিায় জাহাজ ট্যাংকার দুর্ঘটনায় ২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৮৮ সালের আজকের দিনে স্কটল্যান্ডের লকারবির আকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী বিমান বিস্ফোরিত হবার ঘটনায় ২৭০ জন প্রাণ হারায়।
১৯৮৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন নিকোলাস টিনবারগেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ বংশোদ্ভূত ইংরেজ ইথলজিস্ট ও পক্ষীবিদ।
১৯৯১ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ১১টি প্রজাতন্ত্রের ( ৩টি বল্টিক উপকূলীয় প্রজাতন্ত্র এবং জর্জিয়া প্রজাতন্ত্র ছাড়া সোভিয়েত ইউনিয়নের বাকী ১১টি প্রজাতন্ত্রের ) নেতারা কাজাখস্তানের রাজধানী আলমা’ আটা শহরে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে “আলমা’ আটা ঘোষণা” স্বাক্ষর করেন এবং তাতেই সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
২০০৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন এডুইন গেরহার্ড ক্রেবস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances#December
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/December_21
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%A7-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-
One comment