কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১ নভেম্বর।
বিশেষ দিবসঃ
বিশ্ব নিরামিষাশী দিবস।
কানাড়া রাজ্যোৎসব দিবস (ভারত)।
কেরালা পিরাভি দিবস তথা কেরালা রাজ্যের জন্ম দিবস (ভারত)।
আজকের দিনে ভারতঃ
১৮৭৩ সালের এই দিনে বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র পরলোক গমন করেন।
১৯৫০ সালের এই দিনে ‘চাঁদের পাহাড়’ ও ‘পথের পাঁচালি’-এর স্রষ্টা বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায় পরলোক গমন করেন।
১৯৫৬ সালের এই দিনে দিল্লী ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়।
১৯৫৬ সালের এই দিনে মধ্যভারত, বিন্ধপ্রদেশ ও ভোপাল-কে একীভূত করে ‘মধ্যপ্রদেশ’ রাজ্যের প্রতিষ্ঠা করা হয়।
১৯৬৬ সালের এই দিনে ভারতের পাঞ্জাবকে ভাষার ভিত্তিতে ‘পাঞ্জাব’ ও ‘হরিয়ানা’ – এই দুটি রাজ্যে ভাগ করে দেওয়া হয়।
১৯৭৩ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন জন্মগ্রহণ করেন।
১৯৭৪ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণ জন্মগ্রহণ করেন।
২০০০ সালের এই দিনে মধ্যপ্রদেশ রাজ্যের দক্ষিণ ভাগ কে ‘ছত্তিসগড়’ নামে একটি পৃথক রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৬৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেটার আকরাম খান জন্মগ্রহণ করেন।
২০০৭ সালের এই দিনে বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৬০৪ সালের এই দিনে উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো প্রথম বারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়।
১৮১৪ সালের এই দিনে ভিয়েনা কংগ্রেস শুরু হয় নেপোলিয়ানের নেতৃত্বাধীন ফ্রান্সের পরাজয়ের পরে ইউরোপের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজাতে।
১৮৭৮ সালের এই দিনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্জেন্টিনার রাজনৈতিক নেতা কার্লোস সাভেদ্রা লামাস জন্মগ্রহণ করেন।
১৮৯৭ সালের এই দিনে ইতালির বিখ্যাত ফুটবল ক্লাব জুভেন্তাস প্রতিষ্ঠিত হয়।
১৯০৩ সালের এই দিনে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট জার্মান লেখক থিওডর মমসেন পরলোক গমন করেন।
১৯৪৯ সালের এই দিনে নাসার প্রধান প্রশাসক মাইকেল ডি. গ্রিফিন জন্মগ্রহণ করেন।
১৯৫০ সালের এই দিনে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট মার্কিন পদার্থবিদ রবার্ট বি. লাফলিন জন্মগ্রহণ করেন।
১৯৬০ সালের এই দিনে অ্যাপেল কোম্পানির সি.ই.ও টিম কুক জন্মগ্রহণ করেন।
১৯৮১ সালের এই দিনে অ্যান্টিগুয়া ও বারবুডা, ব্রিটিশ যুক্তরাজ্যের অধীনতা থেকে মুক্তি লাভ করে।
১৯৯৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী স্পেনীয় প্রাণরসায়নবিদ (Biochemist) সেভেরো ওচোয়া পরলোক গমন করেন।
তথ্যসূত্র
- https://www.officeholidays.
com/holidays/antigua-and- barbuda/antigua-and-barbuda- independence-day - https://www.jugantor.com/
everyday/107070/%E0%A7%A7-%E0% A6%A8%E0%A6%AD%E0%A7%87%E0%A6% AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0- %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF% E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0% A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0% A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0% A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0% A6%BF%E0%A6%A8%E0%A7%87 - https://www.educationworld.in/
significance-of-november-1-to- the-indian-union/ - https://www.mapsofindia.com/
on-this-day/date/11/01 - https://www.onthisday.com/
people/tim-cook - https://www.onthisday.com/day/
november/1
One comment