১৯ মার্চ

আজকের দিনে ।। ১৯ মার্চ

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৯ মার্চ ।

আজকের দিনে ভারত :

১৯০১ সালের আজকের দিনে ভারতীয় বাঙালি সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জন্ম হয়।


সববাংলায় সাইটে বিজ্ঞাপন দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন
contact@sobbanglay.com


 

১৯০৭ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার এবং উইকেটরক্ষক দিলওয়ার হোসেন জন্মগ্রহণ করেন।। তিনি ১৯৩০ সালে ভারতের জাতীয় ক্রিকেট দলের হয়ে ৩টি টেস্ট খেলেন। ৩টি অর্ধশত রান সহ তিন টেস্টে মোট রান করেন ২৫৪। দেশ বিভক্তের পর তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং নির্বাচক ছিলেন।

১৯৩৮ সালের আজকের দিনে ‘পদ্মভূষণ’ সম্মানপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার চিত্রনাট্যকার সাঈ পরাঞ্জপে জন্মগ্রহণ করেন। তিনি ‘চশমে বাদদুর’, ‘স্পর্শ’ ও ‘দিশা’-এর মত ভারতীয় চলচ্চিত্রগুলি পরিচালনা করেন। চলচ্চিত্র ‘স্পর্শ’-এর চিত্রনাট্যের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন।

১৯৭৮ সালের আজকের দিনে এম. আয়নগার পরলোক গমন করেন। তিনি লোকসভার প্রথমে ডেপুটি স্পিকার এবং পরে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। যখন মহাত্মা গান্ধী ভারতীয় যুবকদের স্বাধীনতার জন্য অহিংস আন্দোলনের যোগদানের আহ্বান জানান সেইসময় তিনি অহিংস আন্দোলনের যোগ দেন এবং দুইবার কারারুদ্ধ হন।

১৯৮৪ সালের আজকের দিনে সাহিত্যিক ও লোকসংস্কৃতিবিদ আশুতোষ ভট্টাচার্যের মৃত্যু হয়।

১৯৯৮ সালের আজকের দিনে ইএমএস নাম্বুদিরিপাদ পরলোক গমন করেন। তিনি কেরালার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন, এমনকি দেশের প্রথম অকংগ্রেসী মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি স্মরণীয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৪৮ সালের আজকের দিনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলি জিন্নাহ ঢাকায় আসেন।

১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।  ২০০১ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ পরলোক গমন করেন।১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষা আন্দোলন উপলক্ষে “কোনো এক মা-কে” কবিতাটি রচনা করেন, এটাই ভাষা আন্দোলনের প্রথম থিম সংগীত যা প্রতি বছর ২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ভাষাশহীদ মিনারে আবৃতি করা হয়।

২০২২ সালের আজকের দিনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১২৭৯ সালের আজকের দিনে নৌবাহিনীর অভিযানে মঙ্গোলিয়র বিজয়. ইয়ামানের যুদ্ধ চীনের গান বংশের সমাপ্তি ঘটে।

১৬৪৪ সালের আজকের দিনে পিকিং সাম্রাজ্যের বিভিন্ন পরিবারের ২০০ জন সদস্য সম্রাটের প্রতি আনুগত্য দেখিয়ে আত্মহত্যা করেন।

১৮১৩ সালের আজকের দিনে স্কটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোনের জন্ম হয়।

১৮৫৮ সালের আজকের দিনে ডিজেল ইঞ্জিনের জনক জার্মান প্রকৌশলী রুডলফ ডিজেল ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন।

১৯৩২ সালের আজকের দিনে সিডনির হারবার সেতু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯৫০ সালের আজকের দিনে মার্কিন সাহিত্যিক, টারজান সিরিজের জনক এডগার রাইস বারোজ পরলোক গমন করেন।

১৯৫২ সালের আজকের দিনে মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন জন্মগ্রহণ করেন।

১৯৫৫ সালের আজকের দিনে জার্মান বংশোদ্ভূত মার্কিন অভিনেতা, প্রযোজক ও সঙ্গীতশিল্পী ব্রুস উইলিস জন্মগ্রহণ করেন।

১৯৭৩ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার ও কোচ অ্যাশলে গিলস জন্মগ্রহণ করেন।

২০০৩ সালের আজকের দিনে জাতিসংঘের সমর্থন ছাড়াই এবং বিশ্বের মতামতের বিরুদ্ধে গিয়ে আমেরিকা ও ব্রিটিশ নেতৃত্বাধীন জোট ইরাকের উপর আক্রমণ শুরু করে।

২০০৮ সালের আজকের দিনে আর্থার সি ক্লার্কের মৃত্যু হয়।

« আজকের দিনে ।। ১৮ মার্চআজকের দিনে ।। ২০ মার্চ »

তথ্যসূত্র


  1.  https://bn.m.wikipedia.org/wiki/১৯শে_মার্চ
  2. https://en.wikipedia.org/wiki/March_19
  3. https://www.onthisday.com/day/march/19
  4. http://www.bcstest.com/details.php?id=27&parent=1
  5. https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
  6. http://mythicalindia.com/features-page/19-march-today-in-indian-history/
  7. https://en.wikipedia.org/wiki/Dilawar_Hussain
  8. https://en.wikipedia.org/wiki/M._A._Ayyangar
  9. https://en.wikipedia.org/wiki/Ashley_Giles
  10. https://en.wikipedia.org/wiki/Harvey_Weinstein
  11. https://en.wikipedia.org/wiki/Edgar_Rice_Burroughs
  12. https://en.wikipedia.org/wiki/Bruce_Willis
  13. https://www.facebook.com/notes/gazipur/first-armed-resistance-in-joydevpurmust-readenglish-version/224819394194958/
  14. https://en.wikipedia.org/wiki/Abu_Zafar_Obaidullah
  15. https://en.wikipedia.org/wiki/Sydney_Harbour_Bridge
  16. অভিনব অগ্রণী পত্রিকা–সম্পাদক–দিলীপকুমার বাগ–শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ–ডিসেম্বর ২০১৮-পৃষ্ঠা-২
  17. আজকের অনির্বাণ পত্রিকা–সম্পাদক জুবিন ঘোষ–১৬ই মার্চ, ২০১৭-চন্দননগর, গড়ের ধার, হুগলি, পশ্চিমবঙ্গ পৃষ্ঠা -১৫

2 comments

আপনার মতামত জানান