২০ মার্চ

আজকের দিনে ।। ২০ মার্চ

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২০ মার্চ।

বিশেষ দিবসঃ

বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

বিশ্ব চড়ুই দিবস

আজকের দিনে ভারতঃ

১৯২১ সালের আজকের দিনে ভারতের রাজনীতিবিদ পি. সি. আলেকজান্ডার জন্মগ্রহণ করেন।। তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে এবং পরে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি ভারতীয় রাষ্ট্রপতির পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন। তিনি তাঁর আত্মজীবনী ‘থ্রু দ্য করিডর অফ পাওয়ার’ এবং ‘মাই ইয়ারস উইথ ইন্দিরা গান্ধী’ এবং ‘দ্য পেরিলস্‌ অফ ডেমোক্রেসি’’ সহ বিভিন্ন গ্রন্থ লিখেছেন।

১৯২৫ ব্রিটিশ ভারতের ভাইসরয় লর্ড কার্জন পরলোক গমন করেন। তিনি ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত ভারতের ভাইসরয় হিসেবে কাজ করেছিলেন। ভারতে এই সময়কালের মধ্যে ইতিহাসের সবচেয়ে বড় মাপের  দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল, যার ফলে ১০ লাখেরও বেশি মানুষ অনাহারে মারা গিয়েছিলেন। কিছু ঐতিহাসিক এই সংখ্যাটা  প্রায় ৪ মিলিয়ন (চল্লিশ লাখ)এর কাছাকাছি বলে অনুমান করেন।

১৯২৬ সালের আজকের দিনে ব্রিটিশ ভারতের বাঙালি কবি কাজী ইমদাদুল হক পরলোক গমন করেন।

১৯৫১ সালের আজকের দিনে ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার মদনলাল জন্মগ্রহণ করেন।। তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন। ২০০৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন।

১৯৫২ সালের আজকের দিনে আন্তর্জাতিক ভারতীয় টেনিস খেলোয়াড় আনন্দ অমৃতরাজ জন্মগ্রহণ করেন।

২০০৩ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় ফুটবলার কৃশানু দের মৃত্যু হয়।  

২০১০ সালের আজকের দিনে নেপালি রাজনীতিবিদ গিরিজাপ্রসাদ কৈরালা পরলোক গমন করেন। তিনি বিহারে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে নেপালে চার বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালের আজকের দিনে ভারতীয় লেখক, ঔপন্যাসিক, রাজনীতিবিদ, সাংবাদিক এবং কূটনীতিক খুশওয়ান্ত সিং পরলোক গমন করেন। তাঁর বিখ্যাত বই ‘ট্রেন টু পাকিস্তান’। সাহিত্য অবদানের জন্য তিনি ‘পদ্মভূষণ’ পুরস্কার পেয়েছিলেন, যা পরে তিনি ‘অপারেশন ব্লু স্টার’-এর বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ফিরিয়ে দিয়েছিলেন। পরে তিনি পদ্মবিভূষণে ভূষিত হন। তিনি সাহিত্য আকাদেমি ফেলোশিপ লাভ করেন।

আজকের দিনে বাংলাদেশ  –

১৯৮৯ সালের আজকের দিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উদ্বোধনী তথা ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল জন্মগ্রহণ করেন।

১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দায়িত্ব গ্রহণ করেন।

২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান পরলোক গমন করেন।

আজকের দিনে বিশ্ব

১৪৯৭ সালের আজকের দিনে ইনকা সম্রাট আটাহুয়ালপা জন্মগ্রহণ করেন।

১৬০২ সালের আজকের দিনে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি গঠিত হয়েছিল। এটি ভারত ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলির সাথে বাণিজ্য নিশ্চিত করার জন্য গঠিত হয়েছিল।

১৮০৯ সালে আজকের দিনে রুশ সাহিত্যিক নিকোলাই গোগোল জন্মগ্রহণ করেন।

১৮১৫ সালের আজকের দিনে এলব থেকে পালিয়ে নেপোলিয়ন প্যারিসে প্রবেশ করে ১০০ দিনের শাসনকালের সূচনা করেন।

১৮২৮ সালের আজকের দিনে নরওয়ে দেশের নাট্যকার হেনরিক ইবসেন জন্মগ্রহণ করেন।

১৯৫৬ সালের আজকের দিনে তিউনিশিয়া ফ্রান্স থেকে স্বাধীনতা অর্জন করেছিল।

২০১২ সালের আজকের দিনে ইরাকের দশটি শহরে পরস্পর সন্ত্রাসী হামলায় ৫২ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি আহত হয়েছিল।

« আজকের দিনে ।। ১৯ মার্চআজকের দিনে ।। ২১ মার্চ »

তথ্যসূত্র


  1.  https://bn.m.wikipedia.org/wiki/২০_মার্চ
  2. https://en.wikipedia.org/wiki/March_20
  3. https://www.onthisday.com/day/march/20
  4. http://www.bcstest.com/details.php?id=27&parent=1
  5. https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
  6. http://mythicalindia.com/features-page/20-march-today-in-indian-history/
  7. https://en.wikipedia.org/wiki/P._C._Alexander
  8. https://en.wikipedia.org/wiki/George_Curzon,_1st_Marquess_Curzon_of_Kedleston
  9. https://bn.wikipedia.org/wiki/কাজী_ইমদাদুল_হক
  10. https://en.wikipedia.org/wiki/Madan_Lal
  11. https://en.wikipedia.org/wiki/Anand_Amritraj
  12. https://www.dayofhappiness.net
  13. https://www.sahistory.org.za/dated-event/tunisia-gains-independence-france
  14. https://en.wikipedia.org/wiki/World_Oral_Health_Day
  15. https://en.wikipedia.org/wiki/International_Francophonie_Day
  16. https://en.wikipedia.org/wiki/World_Sparrow_Day
  17. https://en.wikipedia.org/wiki/Khushwant_Singh
  18. https://en.wikipedia.org/wiki/Girija_Prasad_Koirala
  19. https://en.wikipedia.org/wiki/Tamim_Iqbal
  20. https://en.wikipedia.org/wiki/Khaleda_Zia
  21. https://en.wikipedia.org/wiki/Zillur_Rahman
  22. https://en.wikipedia.org/wiki/Dutch_East_India_Company
  23. https://www.britannica.com/event/Hundred-Days-French-history
  24. https://en.wikipedia.org/wiki/Henrik_Ibsen
  25. https://monumentaustralia.org.au/themes/conflict/ww2/display/51790-%22-i-came-out-of-bataan-and-i-shall-return-%22-
  26. https://en.wikipedia.org/wiki/20_March_2012_Iraq_attacks
  27. https://www.google.com/search?client=firefox-b-ab&q=Inca+Emperor+Atahualpa&spell=1&sa=X&ved=0ahUKEwivpMDttY7hAhUY448KHUdvCesQBQgrKAA&biw=1252&bih=586
  28. https://en.wikipedia.org/wiki/Solar_eclipse_of_March_20,_2015
  29. অভিনব অগ্রণী পত্রিকা–সম্পাদক–দিলীপকুমার বাগ–শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ–ডিসেম্বর ২০১৮-পৃষ্ঠা-২
  30. আজকের অনির্বাণ পত্রিকা–সম্পাদক জুবিন ঘোষ–১৬ই মার্চ, ২০১৭-চন্দননগর, গড়ের ধার, হুগলি, পশ্চিমবঙ্গ পৃষ্ঠা -১৫

2 comments

আপনার মতামত জানান