কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৭ মে।
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৮৬১ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়।
১৮৮৩ সালের আজকের দিনে বিশিষ্ট সাহিত্যিক সমাজসেবী নিরুপমা দেবীর জন্ম হয়।
১৯২৪ সালের আজকের দিনে বিশিষ্ট তেলেগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর মৃত্যু হয়।
১৯৯৩ সালের আজকের দিনে রসসাহিত্যিক, জাদুকর এবং সঙ্গীতজ্ঞ অজিতকৃষ্ণ বসুর মৃত্যু হয়।
২০০৫ সালের আজকের দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকের প্রতিরূপ বা রেপ্লিকা বিশ্বভারতীর কাছে হস্তান্তর করা হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯১৩ সালের আজকের দিনে বিশিষ্ট চিত্রশিল্পী, কার্টুনিস্ট, কবি, ঔপন্যাসিক, গল্পকার কাজী আবুল কাসেমের জন্ম হয়।
১৯৩১ সালের আজকের দিনে বাংলাদেশের পুষ্টিবিশেষজ্ঞ সিদ্দিকা কবীরের জন্ম হয়।
১৯৫৬ সালের আজকের দিনে বিশিষ্ট শিল্পপতি, লোকহিতৈষী কে.এম. আক্তারুজ্জামানের জন্ম হয়।
১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশের বিখ্যাত সমাজসেবক ও দানবীর রণদাপ্রসাদ সাহার মৃত্যু হয়।
১৯৯২ সালের আজকের দিনে ক্রিকেটার ওয়াহিদুল আলমের জন্ম হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৮১২ সালের আজকের দিনে ইংরেজ কবি ও নাট্যকার রবার্ট ব্রাউনিংয়ের জন্ম হয়।
১৮২৫ সালের আজকের দিনে ইতালীয় ধ্রুপদী সুরকার আন্তোনিও সালিয়েরির মৃত্যু হয়।
১৮৮১ সালের আজকের দিনে রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়ামস উইনস্ট্যানলির জন্ম হয়।
১৯০৯ সালের আজকের দিনে জার্মান ভাষাবিজ্ঞানী হের্মান অস্ট্হফের মৃত্যু হয়।
১৯১৫ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকায় “লুসিতানিয়া” জাহাজ ডুবিয়ে দেয় জার্মানবাহিনী।
১৯৪১ সালের আজকের দিনে স্কটিশ নৃতাত্ত্বিক ও শিক্ষাবিদ স্যার জেমস জর্জ ফ্রেজারের মৃত্যু হয়।
১৯৪৩ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার লেখক পিটার কেরির জন্ম হয়।
১৯৪৫ সালের আজকের দিনে জার্মানি মিত্রশক্তির কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
2 comments