কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৬ মে।
বিশেষ দিবসঃ
আন্তর্জাতিক নো ডায়েট দিবস (International No Diet Day)।
আজকের দিনে ভারতঃ
১৫৪২ সালের আজকের দিনে ফ্রান্সিস খ্যাভিয়ের প্রথম খ্রীস্টান মিশনারি হিসাবে গোয়ায় আসেন।
১৭৭৫ সালের আজকের দিনে মহারাজ নন্দনকুমার গ্রেফতার হন ব্রিটিশ রাজের হাতে। পরে তাঁকে ফাঁসি দেওয়া হয়েছিল। ফলে ভারতের বুকে ব্রিটিস রাজের প্রথম বিচারবিভাগীয় হত্যার নজির রচিত হয়।
১৮৫৭ সালের আজকের দিনে সিপাহি বিদ্রোহ-এর বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়ে ব্যারাকপুরের মিলিটারি ক্যাম্পে। সেখানে ৩৪ নং পদাতিক বাহিনীকে কর্মচ্যূত করার মাধ্যমে ব্রিটিশ কর্তৃপক্ষ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিকে বিলুপ্ত করে।
১৮৬১ সালের আজকের দিনে বিশিষ্ট আইনজীবী ও জাতীয়তাবাদী নেতা মতিলাল নেহরুর জন্ম হয়।
১৯৩০ সালের আজকের দিনে বিপ্লবী রজতকুমার সেন শহীদ হন।
১৯৫২ সালের আজকের দিনে বাঙালি লেখক রেবতী মোহন বর্মণের মৃত্যু হয়।
১৯৮১ সালের আজকের দিনে ভারতের পেস বোলার লক্ষ্মী রতন শুক্লার জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৩২ সালের আজকের দিনে ভাষা ও মুক্তিযুদ্ধের কলমসৈনিক অধ্যাপক ড. আলাউদ্দিন আল আজাদের জন্ম হয়।
১৯৬৩ সালের আজকের দিনে বিশিষ্ট চাকমা শিল্পী কনক চাঁপা চাকমার জন্ম হয়।
১৯৬৯ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা মোহাম্মদ ওমর সানীর (ওমর সানী নামেই বেশি পরিচিত) জন্ম হয়।
২০১১ সালের আজকের দিনে বীর উত্তম খেতাব প্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামানের মৃত্যু হয়।
২০১৫ সালের আজকের দিনে বাংলাদেশের আধুনিক ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত এবং বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর নভেরা আহমেদের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৭৫৮ সালে আজকের দিনে ফরাসী আইনজীবী, রাষ্ট্রনায়ক তথা ফরাসী বিপ্লবের বিতর্কিত চরিত্র ম্যাক্সিমিলিয়েন রোবসপিয়েরের জন্ম হয়।
১৮৪০ সালের আজকের দিনে ইংল্যান্ডে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি জনসাধারণের জন্য ‘পেনি ব্ল্যাক’ নামক আঠাযুক্ত ডাকটিকিট চালু হয়। যদিও এটি প্রথম চালু হয়েছিল ১লা মে তারিখে। ছয় দিন পর, ৬ই মে থেকে পেনি ব্ল্যাক অফিসিয়ালি প্রচলন শুরু হয়। এটিই বিশ্বের প্রথম ডাকটিকিট।
১৮৫৬ সালের আজকের দিনে মনোবীক্ষণের জনক অষ্ট্রীয় মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের জন্ম হয়।
১৮৮৯ সালের আজকের দিনে সরকারিভাবে প্যারিসের আইফেল টাওয়ার উন্মুক্ত করা হয়। ইস্পাতের মূল নির্মাণ কার্য ১৫ই মার্চ সম্পূর্ণ হলেও লিফট ও অন্যান্য সুবিধাগুলোর কাজ ৩১শে মার্চ আইফেল টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধনের পরেও চলছিল বলে জনসাধারণের জন্য দ্বার সেদিন উন্মুক্ত করা হয়নি। পরিশেষে ৬ই মে এটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
১৯১০ সালের আজকের দিনে বাবার মৃত্যুর পর পঞ্চম জর্জ ব্রিটেনের রাজা মনোনীত হন।
১৯৫৩ সালের আজকের দিনে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের জন্ম হয়।
১৯৮৮ সালের আজকের দিনে উরচেস্টার এর হয়ে সমারসেটের বিপক্ষে গ্রায়েম হিক এক ইনিংসে সর্বচ্চ ৪০৫ রান করেন।
One comment