৫ মে

আজকের দিনে ।। ৫ মে

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৫ মে।

বিশেষ দিবসঃ

আন্তর্জাতিক ধাইমা দিবস (International Midwives Day)।

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

আজকের দিনে ভারতঃ

১২৬০ সালের আজকের দিনে কুবলাই খান মোঙ্গল সাম্রাজ্যের শাসক হন।

১৭৯৯ সালের আজকের দিনে টিপু সুলতানকে গামবাজের শ্রীরঙ্গাপাটনাতে ইংরাজদের সহায়তায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।

১৯১১ সালের আজকের দিনে পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্ম হয়। তিনি একজন ভারতীয় সাঁওতাল লেখক ও শিক্ষাবিদ যিনি সাঁওতাল ভাষার লিখিত বর্ণমালা অলচিকি আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন।

১৯১১ সালের আজকের দিনে প্রথম বিপ্লবী মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্ম হয়।

১৯১৬ সালে আজকের দিনে ভারতের সপ্তম রাষ্ট্রপতি জ্ঞানী জাইল সিং-এর জন্ম হয়।

১৯৩০ সালের আজকের দিনে ইংরেজ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে গ্রেফতার ও বন্দী করা হয়।

১৯৩০ সালের আজকের দিনে চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের কার্যক্রমে যুক্ত বাঙালি স্বাধীনতা সংগ্রামী মনোরঞ্জন সেন আত্মহত্যা করে শহীদ হন।

১৯৬৪ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় রসায়নবিদ  চারুসীতা চক্রবর্তীর জন্ম হয়।

২০০৬ সালের আজকের দিনে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত সংগীত পরিচালক নওশাদ আলী পরলোক গমন করেন।

আজকের দিনে বাংলাদেশ

১৯৭১ সালের আজকের দিনে পাকিস্তানি সেনা কতৃক গোপালপুর গণহত্যা ঘটে নাটোর জেলার লালপুর উপজেলার অন্তর্গত গোপালপুর সদরে। এই গণহত্যার শিকার হয়েছিলেন উত্তরবঙ্গ চিনিকলে কর্মরত বাঙালিরা।

১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম জন্মগ্রহণ করেন।

২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশের মতিঝিলের শাপলা চত্বরে পালিত হয় ‘অপারেশন সিকিউর শাপলা’ বা ‘শাপলা চত্বর অভিযান’।

আজকের দিনে বিশ্ব

১৪৯৪ সালের আজকের দিনে কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।

১৭৮৯ সালের আজকের দিনে ফরাসী বিপ্লব সূচনা হয়।

১৮১৮ সালের আজকের দিনে মার্ক্‌সবাদের প্রবক্তা কার্ল মার্কসের জন্ম হয়।

১৮২১ সালের আজকের দিনে ফরাসি জেনারেল ও সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যু হয়।

১৯৫৫ সালের আজকের দিনে জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।

১৯৬১ সালের আজকের দিনে প্রথম আমেরিকার নভোচারি হিসাবে এলান শেপহার্ড জুনিয়র মহাকাশ যাত্রা সূচনা করেন যা ‘মারকারি-রেডস্টোন মিশন-৩’ নামে খ্যাত।

১৯৭৬ সালের আজকের দিনে আর্জেন্টিনার ফুটবলার জুয়ান পাবলো সোরিন জন্মগ্রহণ করেন।

১৯৮১ সালের আজকের দিনে আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর দক্ষিণ বেলফাস্টের কারাগারে অনাহারে পরলোক গমন করেন।

১৯৯৫ সালের আজকের দিনে রাশিয়ান দাবা খেলোয়াড় মিখাইল বোটভিনিক পরলোক গমন করেন।

« আজকের দিনে ।। ৪ মেআজকের দিনে ।। ৬ মে »

তথ্যসূত্র


  1. https://bn.m.wikipedia.org/wiki/৫_মে
  2. https://en.wikipedia.org/wiki/West_Germany
  3. http://www.bcstest.com/details.php?id=27&parent=1
  4. https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
  5. https://en.wikipedia.org/wiki/Mikhail_Botvinnik
  6. http://www.ambalanews24.com/
  7. https://jis.gov.jm/information/jamaican-history/
  8. https://www.historychannel.com.au/this-day-in-history/kublai-khan-becomes-great-khan/
  9. https://en.wikipedia.org/wiki/Gumbaz,_Srirangapatna
  10. https://www.mkgandhi.org/arrestofmahatma.htm
  11. https://en.wikipedia.org/wiki/Momtaz_Begum
  12. https://en.wikipedia.org/wiki/French_Revolution
  13. https://en.wikipedia.org/wiki/West_Germany
  14. https://en.wikipedia.org/wiki/Alan_Shepard
  15. https://en.wikipedia.org/wiki/Bobby_Sands
  16. https://en.wikipedia.org/wiki/2013_Shapla_Square_protests
  17. https://en.wikipedia.org/wiki/Gopalpur_massacre

3 comments

আপনার মতামত জানান