কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৫ অক্টোবর।
বিশেষ দিবসঃ
বিশ্ব হাতধোয়া দিবস।
বিশ্ব গ্রামীণ নারী দিবস ৷
আজকের দিনে ভারতঃ
১৬৭৬ সালের আজকের দিনে ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কম্পানি ভারতে টাকা ও পয়সা মুদ্রণের অনুমতি লাভ করে।
১৮৯২ সালের আজকের দিনে সাহিত্য সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহন করেন।
১৯৩১ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ড. এ পি জে আব্দুল কালাম, তিনি ভারতীয় বিজ্ঞানী ও ১১ দশ রাস্ট্রপতি।
১৯৫৭ সালে এই দিনে জন্মগ্রহণ করেন মীরা নায়ার, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।
আজকের দিনে বাংলাদেশ
১৯৩৮ সালের আজকের দিনে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তা আবুল হোসেন মৃত্যুবরণ করেন।
১৯৭৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন আঞ্চলিক ক্রিকেটার মহম্মদ তাসিকুল।
১৯৭৮ সালে এই দিনে জন্মগ্রহণ করেন জাতীয় কবাডি খেলোয়াড় মিজানুর রহমান।
১৯৮৫ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় ৩৯ জন ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছিলো। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হয়।
আজকের দিনে বিশ্ব –
১৮১৫ সালের আজকের দিনে সেন্ট হেলেনা দ্বীপে সম্রাট নেপোলিয়নের নির্বাসনজীবন শুরু হয়।
১৯১৭ সালে এই দিনে পরলোক গমন করেন মাতা হারি, ডাচ নৃত্য শিল্পী, তিনি ছিলেন প্রথম বিশ্ব যুদ্ধে জার্মানীর পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
১৯৪৬ সালের আজকের দিনে ফিল্ড মার্শাল হারম্যান গোয়েরিং আত্মহত্যা করেন। দ্বিতীয় যুদ্ধপরাধের দায়ে তার প্রাণদন্ড কার্যকরের কয়েক ঘন্টা আগে তিনি আত্মহত্যা করেন।
১৯৬৪ সালের আজকের দিনে চীন প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে এবং বিশ্বের পঞ্চম পরমাণু শক্তিধর দেশ হিসেবে গণ্য হয়।
১৯৬৪ সালের আজকের দিনে নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপ্রধানের পদ থেকে অপসারিত হয়।
১৯৬৯ সালের আজকের দিনে সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুর রশিদ আলী শেরমারকি আততায়ীর গুলিতে নিহত হয়।
১৯৯৩ সালের আজকের দিনে নেলসন ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক উভয়ে নোবেল শান্তি পুরস্কার পান।
১৯৯৯ সালের আজকের দিনে অভ্যুত্থানের দু’দিন পর পাকিস্তানে জরুরি অবস্থা জারি এবং জেনারেল মোশাররফ নিজেকে দেশের প্রধান নির্বাহী ঘোষণা করে।
২০০০ সালে এই দিনে পরলোক গমন করেন কনরাড এমিল ব্লচ, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- https://en.wikipedia.org/wiki/October_15
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%AB-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
2 comments